Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হযরত শাহ নিমাত্রা মাজার
স্থান
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে।
কিভাবে যাওয়া যায়
জুরী উপজেলা সদর থেকে সড়ক পথে দুরত্ব ২৫ কিঃ মিঃ। বাসে অথবা অটোরিক্সা যোগে যাওয়া যায়।
বিস্তারিত

হযরত শাহ নিমাত্রা মাজারঃ- ৩৬০ আউলিয়ার অন্যতম সহচর হযরত শাহ আব্দুল আলী নিমাত্রা। মাজারটি জুড়ী উপজেলাধীন ফুলতলা ইউনিয়ন পরিষদেরর অন্তর্গত ফুলতলা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। প্রতি বৎসর চৈত্র মাসের ২৭,২৮ ও ২৯ তারিখ বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে মেলা বসে এবং লক্ষাধিক লোকের সমাগম ঘটে। প্রতিদিন ধর্ম বর্ণ নির্বিশেষে লোকজন মাজারে আসে। হযরত শাহ নিমাত্রা (রাহঃ) এর ব্যবহৃত অনেক তৈষজ পত্র সংরক্ষিত আছে। যাহা আগতদের দৃষ্টি আকর্ষন করে।