Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার প্রাকৃতিক সম্পদ

 

 স্থানীয় প্রাকৃতিক সম্পদ

 

জুড়ী উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর বৈচিত্রময় এক ভূখন্ড। নয়নাভিরাম সবুজের সমারোহ রাজকী, ফুলতলা, সাগরনাল, রত্না, কাপনাপাহাড়, ধামাই, পাথারিয়া, দিলকুশা, আতিয়াবাগ, সমনভাগ, রশিদাবাদ সহ ১২ টি চা বাগানের চা সম্পদ ; লাঠিটিলা, হলম্পা, সাগরনাল, মাধবছড়া বাঁশ ও গাছ মহাল ; হাকালুকি হাওড়ের জলমহাল থেকে উৎপাদিত মাছ ও ফসল;সুজানগরের আগর গাছ থেকে উৎপাদিত আগর আতর শিল্প প্রভৃতি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। জুড়ী বজিটিল­ার( জায়ফরনগর ইউ/পি ) মাটি ও সিলিকা বালি চিনা মাটির বাসন তৈরীতে ব্যবহৃত হচ্ছে। 

 

(ক) ভূপ্রকৃতিঃ- এ উপজেলা ০৩ টি ভূ-প্রাকৃতিক অঞ্চল নিয়ে গঠিত।

পাহাড়ী অঞ্চল -ছোট বড় মাঝারি উচু-নীচু পাহাড় রয়েছে যা উপজেলার পূর্বাংশে অবস্থিত। মধ্যাংশে সমতলভূমি,

পশ্চিমাংশে বৃহত্তর হাকালুকিহাওড়।

                             

(খ) জলবায়ুঃ-উপজেলার জলবায়ু ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাতীয় সার্বিক জলবায়ুর অনুরুপ।

ভূমি বৈচিত্রের কারনে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত একটু বেশী অনুভুত হয়। একই কারনে বৃষ্টিপাতের পরিমান

ও দেশের অপরাপর অঞ্চল থেকে এখানে একটুবেশী।

                 

(গ) সেগুনবাগান- জুড়ী উপজেলা থেকে প্রায় ১২ কিঃমিঃ পূর্বে গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া নামক

গ্রামে প্রায় ৪/৫ হাজার একর জায়গা জুড়ে বৃহৎ সেগুন বাগান রয়েছে।

 

(ঘ) বাশমহালঃ জুরী উপজেলায় রয়েছে একাধিক প্রকৃতিক বাশমহাল যে গুলো বনবিভাগের মাধ্যমে তিন বছর অন্তর অন্তর

প্রতি বছরের জন্য ইজারা হয়। যেগুলোর একত্রিত  ইজারা মূল্য কয়েক কোটি টাকা হয়।