জুড়ী উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪°২৮' এবং ২২°৫২' এর মধ্যে ৮০°৬৯' এবং ৮১°০৬'দ্রাঘিমাংশের মধ্যে।নবগঠিত জুড়ী উপজেলাটি মৌলভীবাজার জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত। মৌলভীবাজার সদর থেকে অত্র উপজেলার দূরত্ব ৪৮ কিঃ মিঃ। জুড়ী উপজেলার উত্তরে বড়লেখা,দক্ষিণে কুলাউড়া,পূর্বে ভারত এবং পশ্চিমে ফেঞ্চুগঞ্জ। মোট ৬৫ কিঃ মিঃ সীমান্তবর্তী এলাকার সীমানা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস