জুড়ী উপজেলার র্পূবজুড়ী ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদে বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য,মহিলা সদস্য, স্কুল ও কলেজে শিক্ষক/শিক্ষিকা, বিবাহ নিবন্ধক কাজী গণ্যমান্য ব্যক্তিগণ আলোচনায় উপস্থিত থেকে বাল্য বিবাহের কুফল দিক গুলো আলোচনা করেন এবং আগামী সাত দিনের মধ্যে উক্ত ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হবে বলে জানান। সভা শেষে গণ স্বাক্ষরতা করা হয়। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব গুলশান আরা মিলি, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জুড়ী, জনাব মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা নির্বাহী অফিসার,জুড়ী, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জুড়ী ও জনাব আব্দুল মতিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জুড়ী। ০৭/০৬/২০১৬ খ্রিঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস