অদ্য ০৯-০৭-২০১৮ তারিখ সোমবার উপজেলা সম্মেলন কক্ষে জুড়ী উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং সন্ত্রাস ওনাশকতা প্রতিরোধ সংক্রান্ত প্রতিরোধ কমিটির জুলাই-২০১৮ মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব অসীম চন্দ্র বণিক। সভায় উপস্থিত হিলেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব কিশোর রায় চৌধুরী, জুড়ী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মহোদয়, বিভিন্ন সরকারী দপ্তরের বিভাগীয় প্রধানগণ, সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিত্ববর্গ ।
আদ্যকার সভায় ফুলতলা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কাটাতারের বেড়া কেটে ফেলা ও ভারতীয় সীমানায় প্রবেশ করে সেখান থেকে গবাদি-পশু চুরিসহ নানারকম বেআইনি কার্যক্রম বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জুড়ী উপজেলা কমপ্লেক্সের জলাবদ্ধতা দূরীকরণের চলমান কার্যক্রমকে আরো বেশি গতিশীল করার বিষয়ে সভায় উপস্থিত সকলে জোর সমর্থন ব্যক্ত করেন। তদুপরি জুড়ী উপজেলার বিভিন্নস্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা বেহাতের কবল থেকে রক্ষা করার বিষয়ে বিশদ আলোচনা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস