(ক) অবস্থানঃ-মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৬নং সাগরনাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন, পশ্চিমে সাগরনাল ইউনিয়ন পরিষদ উত্তরে সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিনে সাগরনাল সিনিয়র মাদ্রাসাঅবস্থিত।
(খ) অবকাঠামোঃ-৩টি পাকা বিল্ডিং,২টি আধাপাকা ঘর ও পর্যাপ্ত পানীয়জল ও শৌচাগার বিদ্যমান।
(গ) একাডেমিক স্বীকৃতিঃ-নিম্ন মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৭৭ ইং এবং মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৮১ ইং তারিখে মানবিক শাখা এবং ১৯৮৪ইং সালে বিজ্ঞান শাখা হিসাবে স্বীকৃ্তি লাভ করে।(ক) অবস্থানঃ-মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৬নং সাগরনাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন, পশ্চিমে সাগরনাল ইউনিয়ন পরিষদ দক্ষিনে সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরে সাগরনাল সিনিয়র মাদ্রাসাঅবস্থিত।
(খ) অবকাঠামোঃ-৩টি পাকা বিল্ডিং,২টি আধাপাকা ঘর ও পর্যাপ্ত পানীয়জল ও শৌচাগার বিদ্যমান।
(গ) একাডেমিক স্বীকৃতিঃ-নিম্ন মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৭৭ ইং এবং মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৮১ ইং তারিখে মানবিক শাখা এবং ১৯৮৪ইং সালে বিজ্ঞান শাখা হিসাবে স্বীকৃ্তি লাভ করে।
ইতিহাসঃ- বর্তমান জুড়ী উপজেলার ৬নং সাগরনাল ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক কষ্টকরে দূরে গিয়ে এলাকার অতি অল্প সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করত। তাদের লেখাপড়া করার কষ্ট দূর এবং মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য ৬নং সাগরনাল ইউনিয়নের ২ ও ৩নং ব্লকের সর্বস্তরের জনগন এবং সাগরনাল চা বাগানের শ্রমিক ও কর্মচারী বৃন্দের আর্থিক সাহায্য ও সহযোগিতায় প্রতিষ্টানটি মরহুম ফরজান আলী সাহেবের দানকৃত ভূমির উপর ১৯৭৬ইং সনের ১৫ই জানুয়ারি প্রতিষ্টিত হয়।
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিক- ২০১২ইং।
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ট | ৬৮ | ৬৮ | ১৩৬ |
৭ম | ৪২ | ৬৩ | ১০৫ |
৮ম | ৪৬ | ৭৩ | ১১৯ |
৯ম মানবিক | ৫১ | ৮০ | ১৩১ |
৯ম বিজ্ঞান | ৫ | ৬ | ১১ |
১০ম মানবিক | ৫৪ | ৪৯ | ১০৩ |
১০ম বিজ্ঞান | ৪ | ৬ | ১০ |
মোট | ২৭০ | ৩৪৪ | ৬১৪ |
সভাপতি- জনাব,মো আফতার উদ্দিন।
(সাবেক অতিরিক্ত সচিব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রণালয়)
বর্ত্মান পরিচালনা
সভাপতিঃ...............................................জনাব,এমদাদুল ইসলাম চৌধুরী।
প্রতিষ্টাতা সদস্যঃ.......................................মর্তুজ আলী।
দাতা সদস্যঃ........................................... মোঃ আব্দুল খালিক।
সদস্য সচিব(প্রধান শিক্ষক).........................মো. আবুল ইসলাম।
শিক্ষক প্রতিনিধিঃ......................................১/মো,ছায়াদ উদ্দিন
২/ জগদীশ চন্দ্র শর্মা
সংরক্ষিত মহিলা প্রতিনিধিঃ..........................রাশেদা আক্তার।
অভিবাবক সদস্যঃ.....................................১/মোঃ আব্দুল কাদির।
২/মোঃ আব্দুস ছবুর।
৩/ মোঃ মোরছালিন।
৪/ আব্দুস সালাম চৌধুরী
সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্যঃ.................মিনা বেগম।
কোপ্ট সদস্যঃ..........................................মো. জমির আলী
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পাশের হার |
২০০৭ | এস এস সি | ৭৪% |
২০০৮ | এস এস সি | ৬৩.৬৩% |
২০০৯ | এস এস সি | ১০০% |
২০১০ | এস এস সি | ৯৭.৫০% |
জে এস সি | ৮১.৫৩% | |
২০১১ | এস এস সি | ৯৭.৮৭% |
জে এস সি | ৯০.৭২% |
শিক্ষা বৃত্তির তথ্য সমূহ নিম্নে দেওয়া হইলঃ-
২০০১ইং সালে তৎকালীন কুলাউড়া উপজেলায় বিদ্যালয়টি শ্রেষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান হিসেবে স্বীকৃ্তি লাভ করে।
অষ্টম শ্রেণীতে বৃত্তিলাভঃ- ২০০৬ইং সালে ১জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১জন সাধারনগ্রেডে বৃত্তিলাভ করে। ২০০৭ সালে ৪জন সাধারনগ্রেডে বৃত্তিলাভ করে। ২০০৮ সালে ১জনশিক্ষার্থী ট্যালেন্টপুল। ২০০৯ সালে সাধারন গ্রেডে ১টি। ২০১০সালে ট্যালেন্টপুল ১টি এবং সাধারনগ্রেডে ৭টি বৃত্তিলাভ করে।
- শিক্ষা বৃত্তিতে গুনগত ও পরিমান গত উন্নয়নের জন্য ভবিষ্যতে শ্রেনীতে পাঠদানের পাশাপাশি দূর্বল ও কমমেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা টিউটোরিয়েল ক্লাসের ব্যবস্থা নেওয়া এবং বৃত্তি প্রাপ্তির হার বৃদ্ধি করা।
সাগরনাল উচ্চ বিদ্যালয়।
ডাক-সাগরনাল,উপজেলা-জুড়ী,জেলা-মৌলভীবাজার।
২০১০ইং সালে জে এস সি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র- ছাত্রীর ছবি।
মিনহাজুল ইসলাম উর্মিলা দেবী ফয়জুর রহমান রাশেদা মরিয়ম
(টেলেন্টপুল) (সাধারন) (সাধারন) (সাধারন)
কেয়া দেবনাথ সাঈদ আহমদ জাকি রিমা আক্তার টনি সরকার
(সধারন) (সাধারন) (সাধারন) (সাধারন)
মো জিল্লুর রহমান।
মাহফুজুর রহমান রাহী।
নিখিল মনি সিংহ।
সুলতান মোহাম্মদ জাকী।
সুমাইয়া ফেরদৌসী জাহান।
সপ্নাছত্রী।
আব্দুল আহাদ।
কেয়া দেবনাথ।
মনোয়ারা আক্তার।
রিমা বেগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস