বিদ্যালয়টি জুড়ী উপজেলাধিন ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের কৃষ্ঞনগর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের গ্রেড বি । বিদ্যালয়ের ভবন একটি দ্বিতল পাকা ভবন ও একটি আধাপাকা টিন শেডের ঘর । মোট কক্ষ ৭টি । ৫+ থেকে ১০+ শিশুর সংখ্যা (শিশু জরিপ ২০১২ অনুযায়ী) ৩৭৩ জন। ভর্তিকৃত শিশুর সংখ্যা ৩৭৩ জন, ভর্তির হার ১০০%।
ই.এম.আই.এস. কোডঃ- ৬০৪০৭১১০৫
স্থানীয় শিক্ষা দরদী বাবু দুলাল চন্দ্র বিশ্বাস এবং বাবু নিশি কান্ত সরকার বিদ্যালয়ের জন্য ৪০ শতাংশ ভূমি দান করেন। ভূমি দাতাদের সহযোগিতায় ও বাবু সুধীর বিশ্বাস,গৌর চন্দ্র রুদ্রপাল, অজিত রুদ্রপাল, উপেন্দ্র রুদ্রপাল, করুনা বিশ্বাস এবং স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু | ১৬ | ১৮ | ৩৪ |
প্রথম | ২৪ | ২৪ | ৪৮ |
দ্বিতীয় | ২৯ | ২৯ | ৫৮ |
তৃতীয় | ৩৬ | ২২ | ৫৮ |
চতুর্থ | ২৮ | ২৪ | ৫২ |
পঞ্চম | ১৮ | ১৮ | ৩৬ |
মোট | ১৫১ | ১৩৫ | ২৮৬ |
সভাপতিঃ বাবু অরুন কুমার পাল।
বর্তমান পরিচালনা কমিটির বর্ণনাঃ ২০১০ সালে জানুয়ারী মাসে বর্তমান (এস.এম.সি) স্কুল ম্যানেজিং কমিটি ৩ বছরের জন্য দায়িত্ব গ্রহন করেন। বর্তমান সদস্য সংখ্যা ১২জন।
ক্রমিক নং |
সাল | ৫ম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা | পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা |
পাশের হার |
০১ | ২০০৭ | ৪৪ | ৪৪ | ২৬ | ৫৯% |
০২ | ২০০৮ | ২৬ | ২৬ | ২০ | ৭৭% |
০৩ | ২০০৯ | ১৮ | ১৮ | ১৮ | ১০০% |
০৪ | ২০১০ | ২২ | ২২ | ২১ | ৯৫% |
০৫ | ২০১১ | ৩৫ | ৩৫ | ৩৪ | ৯৭% |
· ক্যচমেন্ট এলাকায় ১০০% ভর্তি নিশ্চিত করণ।
· ঝরে পড়া রোধ।
ক্রমিক নং | সাল | ট্যলেন্টপুল | সাধারণ |
০১ | ২০০৭ | - | - |
০২ | ২০০৮ | ০১ | - |
০৩ | ২০০৯ | - | ০১ |
০৪ | ২০১০ | - | - |
০৫ | ২০১১ | - | - |
১) পাশের হার ১০০% নিশ্চিত করা।
২) উপস্থিতির হার ১০০% উন্নিত করা।
৩) পুনরাবৃত্তি রোধ করা।
৪) মানসম্মত পাঠদান নিশ্চিত করা।
৫) ১০০% ভর্তি ও ঝরে পড়া রোধের সাফল্য অব্যাহত রাখা।
উপজেলা সদর হতে বিদ্যালয়ের দুরত্ব ০৮ কিঃ মিঃ। উপজেলা সদর এসে জুড়ী থানা কমপ্লেক্সের পূর্ব দিকে ০৩ কিঃমিঃ দুরত্বে বিদ্যালয়টি অবস্থিত।
১।বাধন বিশ্বাস, ২। রুপালী রানী পাল, ৩। তপতি রানী পাল, ৪। শোভন কুমার পাল, উল্লেখিত শিক্ষার্থী ২০১২ সালে অধ্যায়নরত ৩য়,৪র্থ, ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস