প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলাধীন জুড়ী উপজেলা ৫নং সদর জায়ফরনগর ইউনিয়নের অন্তর্গত ০৩নং ওয়ার্ডে অবস্থিত । বিদ্যালয়টি বৃহত্তর হাকালুকি হাওরের পূর্ব পাশে অবস্থিত । জুড়ী মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে এবং কুলাউড়া শাহবাজপুর রেলওয়ে সড়কের পশ্চিম পাশে মনোরম পরিবেশে ১.৪০ শতাংশ নিজস্ব জমির উপর অবস্থিত । বিদ্যালয়টিতে দুইটি পাকা ভবন ও দুইটি আধা পাকা ভবন রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক এর কার্য্যালয় ০১টি, অফিস কক্ষ ০১টি, শিক্ষক মিলনায়তন ০১টি, বিজ্ঞানাগার ০১টি লাইব্রেরী ০১টি , শ্রেণী কক্ষ১১টি , ছাত্র ছাত্রীদের আলাদা আলাদা টয়লেট ও ০২টি টিউবউয়েল আছে এবং বিদ্যালয়ে খেলার মাঠ আছে । প্রতিষ্টানের EIIN নম্বর ১২৯৬৩৯, এম পি ও কোড ১৩০৩১২১৩০১।
জায়ফরনগর উচ্চ বিদ্যালয়টি ১/১/১৯৭৩ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবদি শিক্ষা কার্যক্রম সয়লতার সহিত পরিচালিত হচ্ছে । অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গ জনাব মৃত মোঃনজাবত আলী ,২.মৃত মাওঃ মোঃ সুয়াইব আলী, ৩. মৃত হাজী মোঃ আব্দুল খালিক চৌধুরী । অত্র বিদ্যালষ্ঠায় প্রতিষ্ঠার জন্য ১.৪০ একর ভূমি দান করেন এবং আজীবন সদস্য । ১।মৃত মোঃ আজমল আলী ২।মর্তুজ আলী ৩।সফর আলী ৪।মোঃ খোশাদ আলী ৫।আনজব আলী ৬।আং খালিক সহ এলাকার গুণী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ সর্ব স্তরের মানুষের সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়।জানা যায় ৩৭ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা র্কাযক্রম শুরু করে প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি লাভ করে বর্তমানে ৭৩৬ জন শিক্ষার্থী পাঠদান করিতেছে।বিদ্যালয়টি জুড়ী উপজেলার সদর ইউনিয়ন এবং মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ী, বড়লেখা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় ছাত্র/ছাত্রীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে বিদ্যালয়ে ০৯ জন এম.পি.ওভুক্ত এবং ০৩জন প্রক্রিয়াধীন।০৯ জনস্থায়ী ১৩ জন খন্ডকালীন শিক্ষক সহ মোট ১৫জন শিক্ষক, শিক্ষকা এবং ১জন অফিস সহকারী এবং ২জন ৪র্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন।বিদ্যালয়ে বিজ্ঞান,মানবিক এবং ব্যবসায় শিক্ষা চালু রয়েছে। বিদ্যালয়ে ২টি পাকা ভবন রয়েছে, ২টি আধা পাকা ভবন আছে। শ্রেণীকক্ষ ছাড়া ও বিদ্যালয়ে মানসম্মত ১টি বিজ্ঞানাগার, ১টি লাইব্রেরী, ১টি ডিজিটাল ক্লাস রুম চালু রয়েছে।
শ্রেণী
| ছাত্র
| ছাত্রী
| মোট
|
|
৬ষ্ঠ ক | ২৮ | ৬২ | ৯০ | ১৯১জন
|
৬ষ্ঠ খ | ৫৯ | ৪২ | ১০১ | |
৭ম ক | ৫০ | ৪৮ | ৯৮ | ১৮৯জন |
৭ম খ | ৩১ | ৬০ | ৯১ | |
৮ম ক | ২৭ | ৪৩ | ৭০ | ১৩৫জন |
৮ম খ | ৩৮ | ২৭ | ৬৫ | |
৯ম ক | ৫৫ | ৭৪ | ১২৯ | ১২৯জন |
১০ম | ৩৭ | ৫০ | ৮৭ | ৮৭জন |
১. জনাব মোঃ বদরুল ইসলাম সভাপতি
২. জনাব মোঃ মর্তুজা আলী দাতা সদস্য
৩. জনাব মোঃ ফজলুল কাদির সুরুজ অভিবাবক সদস্য
৪. জনাব মাসুক আহমদ অভিবাবক সদস্য
৫. জনাব মোঃ ইব্রাহিম আলী অভিবাবক সদস্য
৬. জনাব রাম কুমার কৈরী অভিবাবক সদস্য
৭. জনাব আম্বিয়া বেগম অভিবাবক সদস্য (সংরক্ষিত)
৮. জনাব মোঃ আব্দুল আজিজ কো-প্ট সদস্য
৯. জনাব মোঃ নজরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি সদস্য
১০. জনাব ফয়েজ আহমদ শিক্ষক প্রতিনিধি সদস্য
১১.জনাব রীনা বিশ্বাস শিক্ষক প্রতিনিধি সদস্য (সংরক্ষিত)
১২.জনাব রতীশ চন্দ্র দাস প্রধান শিক্ষক /সম্পাদক
সাল | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
২০০৯ |
|
|
| ৩৫ | ৩৩ | ৯৪.২৯% |
২০১০ | ৯৮ | ৫৯ | ৬০.২০% | ৪১ | ৪১ | ১০০% |
২০১১ | ১১৮ | ১১৭ | ৯৯.১৫% | ৫১ | ৪৯ | ৯৬.০৭% |
২০১২ | ১২৯ | ১২৮ | ৯৯.২২% | ৭১ | ৭০ | ৯৮.৫৯% |
২০১৩ | - |
|
| ৭৬ | ৭৬ | ১০০% |
এসএসসি - ২০১০ সালে ৮টি A+ , ২০১১ সালে ২ টি A+, ২০১২ সালে ৫টি A+,২০১৩ সালে ৪টি A+
জেএসসি - ২০১২ সালে টেলেন্টপুল বৃত্তি ২টি , সাধারণ বৃত্তি ২ টি ।
উক্ত স্কুলকে একটি কলেজে রুপান্তর করা আমাদের পরিকল্পনা রয়েছে।
জুড়ী উপজেলা সদর থেকে ২.৫০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত । পায়ে হেটে , রিক্সা বা গাড়ীতে করে আসা যায়।
৬ষ্ঠ শ্রেণী কোহিনুর বেগম
৭ম শ্রেণী জান্নাত হাছান তমা
৭মশ্রেণী হালিমা আক্তার মিতা
৮মশ্রেণী জাসমিন বেগম
৮ম শ্রেণী গীতা রানী দাস
৮ম শ্রেণী হুমায়ুন রশীদ হিমু
৯ম শ্রেণী আসমা বেগম
৯ম শ্রেণী সায়মন আহমদ
৯ম শ্রেণী বৃষ্টি রানী দাস
১০ম শ্রেণী মনির উদ্দিন
১০মশ্রেণী মরিয়ম বেগম
১০ম শ্রেণী সোহেনা বেগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস