মানিকসিংসরকারী প্রাঃ বিদ্যালয় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ননের জায়ফরনগর গ্রামে অবস্হীত ।মানিকসিংহ বাজারের সাতেবিদ্রালয়টি অবস্হান ।এর জমির পরিমান ৩০ শতক ।বিদ্যালয়টির পাশেই রয়েছে জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ।জায়ফরনগর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ।এলাকার মানুষ সকলেই এসব শিক্ষা প্রিতিষ্টানের প্রতি দ্বায়িত্বসীল ।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার বহু পূবে এই এলাকায় মনিপুরি এক জমিদার মানিকসিংহ নামে ছিলেন। তার এ অঞ্চলে অনেক নাম ডাক ছিল। তার নামনুসারে এ এলাকর নাম হয় মানিকসিং হ পরবতীতে এখানে এই নামে বিদ্যালয় প্রতিষ্টিত হয়। বিদ্যালয়ের জমিদাতার নাম যৌথ ভাবে মৃত নজাবত আলী ও মোঃ আং খালিক চৌধুরী ।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু | ১০ | ৯ | ১৯ |
১ম | ১৬ | ১৯ | ৩৫ |
২য় | ২০ | ২২ | ৪২ |
৩য় | ২৮ | ৩০ | ৫৮ |
৪থ | ৩৩ | ১৯ | ৬২ |
৫ম | ৩৫ | ৪৭ | ৮২ |
সদস্যের নাম |
পদবী |
১. মোঃ আনোয়ার মিয়া ২. মোঃ বদরুল ইসলাম ৩. তাহমিনা ইসলাম ৪. নজরুল ইসলাম ৫. আফিয়া আক্তার ৬. শেফালী বেগম ৭. শিরি বেগম ৮. লয়লা বেগম ৯. আজমল আলী ১০.মাসুক মিয়া ১১.আং খালিক ১২. জহুরা আক্তার
| সভাপতি
সহসভাপতি
সচিব সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য দাতা ইউপি মেম্বার শিক্ষক প্রতিনিধি |
পাশের সন | মোট ছাত্র ছাত্রী | অংশগ্রহণ কারী ছাত্রছাত্রী | কৃতকায ছাত্রছাত্রী | বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী | বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী | ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত | সাধারণ বৃত্তি প্রাপ্ত | পাশের সংথ্যা |
২০০৭ | ৩২ | ৩২ | ৩২ | ০৩ | ১১ | ০১ | ০২ | ১১ |
২০০৮ | ৩৮ | ৩৮ | ৩৮ | - | ১৩ | - | - | ১০ |
২০০৯ | ৩৯ | ৩৯ | ৩৭ | ০১ | ৩৯ | ০১ | - | ৩৭ |
২০১০ | ৪৯ | ৪৭ | ৪৫ | ০২ | ৪৫ | ০১ | ০১ | ৪৫ |
২০১১ | ৬৬ | ৬৪ | ৬৪ | - | ৬৪ | - | - | ৬৪ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস