বিদ্যালয়টি জুড়ী উপজেলাধীন ৩নং পশ্চিম জুড়ী ইনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড হরিরামপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের গ্রেড : এ । বিদ্যালয়ে দ্বিতল পাকা ভবন ১টি,পুরাতন আধাপাকা টিন শেডের ঘর ১টি, মোট কক্ষ ১১টি। ৬+ থেকে ১০+ শিশুর সংখ্যা (শিশু জরিপ/২০১২)।
স্থানীয় শিক্ষা দরদী বাবু গোপীকরঞ্জন দে এবং বাবু ডাঃ কুমুদ রঞ্জন দে বিদ্যালয়ের জন্য ৩০শতাংশ ভূমি দান করেন । তাদের প্রচেস্টায় স্থানীয় এলাকাবাসর সহযোগীতায় ১৯৩৩ খ্রীষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন হয়
শ্রেণি | বালক | বালিকা | মোট |
শিশু | ১৫ | ০৬ | ২১ |
প্রথম | ৬৪ | ৪৮ | ১২২ |
দ্বিতীয় | ৬০ | ৬৮ | ১২৮ |
তৃতীয় | ৫৬ | ৬৮ | ১২৪ |
চতুর্থ | ৪৩ | ৪১ | ৮৪ |
পঞ্চম | ৩৮ | ৬০ | ৯৮ |
সর্বমোট | ২৭৬ | ২৯১ | ৫৬৭ |
সভাপতিঃ বাবু পান্নালাল দে
বর্তমান পরিচালনা কমিটির বর্ণনাঃ
২০১০ সালে জানুয়ারী মাসে বর্তমান (এস এম সি) স্কুল মেনেজিং কমিটি তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন, বর্তমান সদস্য সংখ্যা ১২জন।
ক্রমিক নং | সাল | পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর সংখ্যা | পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য ছাত্র/ছাত্রীর সংখ্যা | পাশের হার |
০১ | ২০০৭ | ৪৬ | ৪৬ | ৪৬ | ১০০% |
০২ | ২০০৮ | ৫৬ | ৫১ | ৪৮ | ৯৪% |
০৩ | ২০০৯ | ৬৪ | ৬২ | ৬০ | ৯৭% |
০৪ | ২০১০ | ৫৬ | ৫৬ | ৫৫ | ৯৮% |
০৫ | ২০১১ | ৬৭ | ৬৬ | ৬৪ | ৯৭% |
* ক্যাচমেন্ট এলাকায় ১০০% ভর্তি নিশ্চিত করন।
* ঝরে পড়া রোধ।
ক) অর্জন
ক্রমিক নং | সাল | ট্যালেন্টপুল | সাধারন |
০১ | ২০০৭ | ০৭ | ০১ |
০২ | ২০০৮ | ০৪ | ০১ |
০৩ | ২০০৯ | ০৩ | - |
০৪ | ২০১০ | ০৫ | ০৩ |
০৫ | ২০১১ | ০৩ | ০১ |
১) পাশের হার ১০০% নিশ্চিত করা।
২) ২৫% ছাত্র/ছাত্রীর বৃত্তি প্রাপ্তি নিশ্চিত করা।
৩) উপস্থিতির হার ১০০% উন্নীত করন।
৪) পুনরাবৃত্তি রোধকরণ।
৫) মান সম্মত পাঠদান নিশ্চিত করা।
গ) যোগাযোগ ব্যবস্থাঃ সড়কপথে কুলাউড়া, জুড়ী ও বড়লেখার আঞ্চলিক মহাসড়কে জুড়ী নদীর ব্রেইলি ব্রীজ পার হয়ে ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ থেকে ০.৫০ কিলোমিটার দক্ষিণে।
১। অনিক দে
২। কণিকা দাশ
৩। সংযুক্তা দাশ (মৌষি)
৪। শেখ আখি জানেট
৫। নীশু রানী দে
৬। সিথী চক্রবর্তী
( উল্লিখিত শিক্ষার্থী ২০১১ ইং সালের প্রাথমিক বৃত্তি/২০১১ ট্যালেনটপুল ও সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস