প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ-
প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের অন্তর্গত শিলুয়া চা বাগান ঘেরা অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে ০১টি দ্বিতল ভবন,০২টি পাকা গৃহ, ০১টি আধাপাকা টিনসেড গৃহ রয়েছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে শ্রেণিকক্ষ ০৮টি,বিজ্ঞানাগার ০২টি,অফিস কক্ষ ০২টি,ছাত্রী মিলনায়তন কক্ষ ০১টি, ছাত্রদের জন্য ০২টি,
ছাত্রীদের জন্য ০২টি ও শিক্ষকদের জন্য০১টি টয়লেট,০১টি টিউবওয়েল এবং বিদ্যালয় সম্মুখে ০১টি খেলার মাঠ আছে।
জুড়ী উপজেলার ০৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত পূর্বশিলুয়া গ্রাম নিবাসী তৎকালীন জমিদার বাবু দ্বিজেন্দ্র কুমার দেব মহাশয় শিলুয়া গ্রামবাসীর শিক্ষার আগ্রহ উপলব্দি করে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১.৫একর ভূমি দান করেন ।এই দানকৃত ভূমিতে সর্বপ্রথম ১৯৩৮ সালে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকুমিল্লা কর্তৃক,১৯৬০ ইং তারিখে নিম্ন মাধ্যমিক হিসাবে এবং ১৯৭৪ ইং তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত।
শ্রেণিভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যা(২০১৩)
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ট | ৭৪ | ৯৬ | ১৭০ |
সপ্তম | ৩৬ | ৫৯ | ৯৫ |
অষ্টম | ৫৬ | ৪৪ | ১০০ |
নবম | ৫১ | ৬৬ | ১১৭ |
দশম | ৫৪ | ৪৯ | ১০৩ |
মোট |
|
| ৫৮৫ |
বত©মান পরিচালনা কমিটির বণ©নাঃ ১১ জন সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব এস.কে বড়ুয়া | সভাপতি |
০২ | জনাব আজির উদ্দিন আহমদ | শিক্ষানুরাগী সদস্য |
০৩ | জনাব আব্দুস শহীদ | অভিভাবক সদস্য |
০৪ | জনাব মানিক বুনাজী© | অভিভাবক সদস্য |
০৫ | জনাব মোঃ আলা উদ্দিন | অভিভাবক সদস্য |
০৬ | জনাব মোঃ শফিক উদ্দিন সিদ্দিকী | সাধারন সদস্য |
০৭ | জনাব মোঃ তাজ উদ্দিন | সাধারন সদস্য |
০৮ | জনাবা শিল্পী বেগম | সংরক্ষিত মহিলা সদস্য |
০৯ | জনাবা গীতা শীল | অভিভাবক সদস্য |
১০ | জনাবা শিবানী দে | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব মোঃ সেলিম মিয়া | সদস্য সচিব |
বিগত ৫(পাঁচ)বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
সাল | জেএসসি | এস এসসি | ||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | |
২০০৯ | - | - | - | ৩৬ | ৩৫ | ৯৭.২২% |
২০১০ | ১০০ | ৭৯ | ৭৯% | ৪১ | ৩৯ | ৯৫.১২% |
২০১১ | ১২৭ | ১২৫ | ৯৮.৪২% | ৫৬ | ৫৩ | ৯৪.৬৪% |
২০১২ | ১২২ | ১২১ | ৯৯.১৮% | ৪৮ | ৪৬ | ৯৫.৮৩% |
২০১৩ | - | - | - | ৮৭ | ৮২ | ৯৪.২৫% |
শিক্ষাবৃত্তির তথ্য সমূহঃ ২০১২ সালের জেএসসি পরীক্ষায় ৪টি বৃত্তি লাভ করে।
ক) অজনঃ ২০১২ সালের বাংলাদেশ স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় হাই জাম্পে জাতয়ি পর্যায়ে ২য় স্থান অর্জন করে। এছাড়াও বাংলাদেশ স্কুল মাদরাসা গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এমনকি প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় একাধিক এ+ অর্জন করে।
গ) যোগাযোগঃজুড়ী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে অবস্থিত।
ঘ)মেধাবী ছাত্র ছাত্রীবৃন্দঃ
শ্রেণি | নাম |
৬ষ্ঠ | মৌমিতা নাথ হিমু |
৭ম | অপর্নারানী বারই, অমিত সিংহ |
৮ম | পার্থসিংহ, ফারজানা বেগম |
৯ম | সাহেদা বেগম, এমদাদুল হক |
১০ম | মহি উদ্দিন, শাহরিয়াজ্জামান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস