বিদ্যালয়টি ০১/০১/১৯৭০ সালে প্রতিষ্ঠা হয়। বিদ্যায়টি প্রতিষ্ঠায় ছিলেন মৃত ইরফান আলী পিতা সইদ আলী গ্রাম চম্পকলতা ডাক ও উপজেলা জুড়ী জেলা মৌলভীবাজার। বিদ্যালয়ের ভৌ্গোলিক পরিবেশ খুবই সুন্দর । পূবদিকে পাহাড়ী এলাকা পশ্চিম পাশে হাওড় এলাকা উত্তর ও দক্ষিনে সমতল বসত ভূমি রয়েছে।উপজেলা সদর থেকে ৫ কি মি দুরে অবস্থিতবিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম পায়ে হেটে চলাফেরা করা। এলাকাটি দুগম ও জনবহুল এলাকা । বিদ্যালয়ে বতমানে ৫ জন শিক্ষকের মধ্যে কমরত ৩জন ও ১জন সিইনত্র প্রশিক্ষনে রয়েছেন। একটি পদ গুন্য রয়েছে। বতমানে ছাত্রছাত্রী সংখ্যা ৩৪৬ জন।
বতমানে বিদ্যালয়ের বয়স ৪০বছর হলেও প্রতিষ্ঠা কালীন সকলের প্রচেষ্ঠায় কাচা ঘরের মধ্যে পাঠদান শুরু করা হয়।এলাকার জনসাধারন প্রায় নিরক্ষর ও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হওয়ায় যথাযথ গুরুত্ব সহকারে বিদ্যালয়ের তদারকী য় নি। তাছাড়া এলাকার লোকজন দিন মজুর যওয়ায় অত নৈতিক সহযোগিতা পাওয়া যায় নি। ২০/০৯/১৯৯৫সালে এল জি ই ডি এর অথায়নে ১ম বিল্ডিং এবং ২০০৬-০৭ অথ বছরে পি ই ডি পি এর অথয়নে ২য় ভবন পাওয়া যায়। ১ম ভবন ৪ কক্ষ ও ২য় ভবন ২কক্ষ বিশিষ্ট একতলা।
১ম শ্রেণী ৬২ জন
২য় শ্রেণী ৭২ জন
৩য় শ্রেণী ৮০ জন
৪থ শ্রেণী ৬২ জন
৫ম শ্রেণী ৪৮ জন।
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী |
১ | রীপা আক্তার | সভাপতি |
২ | মজহর আলী মদন | সহস্য |
৩ | ছত্তার আলী | সদস্য |
৪ | লাল মিয়া | সদস্য |
৫ | আকুল মিয়া | সদস্য |
৬ | মোছাঃ আকলিমা বেগম | সদস্য |
৭ | মোছাঃ আছমা বেগম | সদস্য |
৮ | মোছাঃ রোশনা বেগম | সদস্য |
৯ | এম এ শহীদ | সদস্য |
১০ | মোঃ শফিকুল ইসলাম | সদস্য |
১১ | সিরাজুল ইসলাম ভূইয়া | সদস্য সচিব |
সাল | মোট ছাত্র ছাত্রীর সংখ্যা | কৃতকাযের সংখ্যা | অকৃতকাযের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ২৩ | ১৬ | ০৭ | ৬৯ভাগ |
২০০৮ | ২৬ | ১৯ | ০৭ | ৭৩ভাগ |
২০০৯ | ৩৯ | ৩২ | ০৭ | ৮২ভাগ |
২০১০ | ৩৭ | ২৮ | ০৯ | ৭৬ভাগ |
২০১১ | ৫৯ | ৩১ | ২৮ | ৫৩ভাগ |
চলতি বছর থেকে শতভাগ ভতি শতভাগ পাশ ও শিক্ষা বৃত্তি অজনের লক্ষ্যে অভিভাবকসহ কতৃপক্ষের সাথে যোগাযোগ করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা থেকে বিদ্যালয়ে যোগাযোগ করতে রিক্সা ও পায়ের হেটে যাতায়াত করতে হয়।
২য় শ্রেণী আয়েশা বেগম
৩য় শ্রেণী তানজিনা আক্তার লিমা।
৪থ শ্রেণী ইশরাত জাহান ইমা।
৫ম শ্রেণী তান্নি আক্তার্
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস