Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাহ্ নিমাত্রা সাগরনাল ফুলতলা মহাবিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

                                                             প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ-

যদিও কলেজটি ২০০৩ সালে স্থাপিত হয় তথাপিও অত্র অঞ্চলের মানুষ তখনও তেমন কোন আস্থা রাখতে পারেননি। কলেজটি পর্যায়ক্রমে ভাল ফলাফল করতে থাকলে ক্রমশঃ মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে শুরু করে।  ২০১০ইং সালে জুড়ী-বড়লেখা আসনের মাননীয় সাংসদ মোঃ শাহাব উদ্দিন সাহেবকে এলাকাবাসী সভাপতির দায়িত্ব প্রদান করেন এবং ২০১০ইং সালেই তিনি কলেজটিকে এমপিও ভূক্ত করান। এখন ব্যবসায় শিক্ষা বিভাগও আছে। মরহুম এমএন ইউসুফ সাহেবের পরে হোসেন আহমদ চৌধুরী শামীম সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ১৯/০৬/২০১১ইং তারিখ থেকে আমি মোঃ জহির উদ্দিন অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। প্রতিষ্ঠাতা মাসুক আহমেদ সাহেব, এলাকার সুধীজন, পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, জেলা ও উপজেলা পরিষদ এবং মাননীয় সাংসদ মোঃ শাহাব উদ্দিন সাহেবসহ সকলের একান্ত আন্তরিকতায় কলেজটি এগিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় দেড়কোটি টাকার ০১টি একাডেমীক ভবনের ওয়ার্ক অর্ডার করিয়েছেন এমপি মহোদয়। কাজেই আমাদের লক্ষ আলোকিত ও বিকশিত মানব উন্নয়নে এ কলেজটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।