সাগরনাল সরকারী প্রথমিক বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে অবস্থিত। বিদ্যালয় টি জুড়ী-ফুলতলা পাকা রাস্তার পূর্ব পাশ সংলগ্ন। দক্ষিন পাশেই সাগরনাল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের একটি ক্লাষ্টার বিদ্যালয় এবং সাগরনাল ইউনিয়নের কেন্দ্র বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা মৃত হাজী মোঃ আব্দুর রহিম। মৃত জনাব গিয়াস উদ্দিন চৌধুরী ৩৫ শতক জমি এবং জনাব ফখরুল ইসলাম ও জনাব বদরুল ইসলাম ১৮ শতক জমি বিদ্যালয়ে দান করেন। বিদ্যালয়ে মোট ৫৩ শতক জমি রহিয়াছে। বিদ্যালয়টি প্রথমত এলাকার বিশিষ্ট মুরব্বী মৃত জনাব আব্দুল জব্বার ও আব্দুর রউফ সাহেবের বর্হি বাড়ীতে অবস্থিত ছিল। ১৯৬২ ইংরেজীতে দানকৃত ভূমিতে স্থানান্তরিত করে একটি আধা পাকা বিদ্যালয় ভবন নির্মিত হয়। ২০০৬-২০০৭ অর্থ বছরে পি ডিপি ২ এর অর্থায়নে আরও ২ টি কক্ষ নির্মান করা হয়। ১৯৬২ ইংরেজীর সেই মূল ভবনে বর্তমানে জরাজীর্ন ও ঝুকিপূর্ন অবস্থায় শেণী কার্যক্রম চলছে,
শিশুঃ---------৩০ জন।
১ম শ্রেণীঃ-------৪০ জন
২য় শ্রেণীঃ-------৪০ জন
৩য় শ্রেণীঃ------৪৯ জন
৪র্থ শ্রেণীঃ-------৭৫ জন।
৫ম শ্রেণীঃ--------৪২ জন।
মোটঃ--------২৭৬ জন।
সভাপতিঃ জনাব মোঃ ছায়াদ উদ্দিন।
(উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি)
সহ সভাপতি ও দাতা সদস্যঃ জনাব মোঃ ফখরুল ইসলাম।
শিক্ষানুরাগী সদস্যঃ সাজিদুর রহমান।
শিক্ষানুরাগী সদস্যঃ(মহিলা)-মুন্নি বেগম।
সদস্যঃ হারিছ উদ্দিন (ইউপি সদস্য, সাগরনাল ইউপি)
অভিবাবক সদস্যঃ আব্দুল মুমিন।
অভিবাবক সদস্যঃ জালাল উদ্দিন।
অভিবাবক সদস্যঃ আমিরুন নেছা।
অভিবাবক সদস্যঃ রুনা বেগম।
শিক্ষক প্রতিনিধিঃ রহিমা বেগম।
সদস্য সচিবঃ প্রভাসিনী মোহন্ত।
২০০৮ইং-------------৭৬%
২০০৯ইং--------------১০০%
২০১০ইং---------------১০০%
২০১১ইং---------------৯৮%
২০১২ইং----------------১০০%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস