Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

০১.০১.১৯৫৮ইং সনে নওয়া বাজার এলাকার দ্বহপাড়া নিবাসী স্বানামধন্য আলিমেদ্বীন মরহুম মাওলানা আইয়ুব আলী সাহেবের অনুপ্রেরণায় অত্র এলাকার স্বনামধন্য আলেম সমাজ, সমাজসেবী ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের সহযোগিতায় এ সমাজ থেকে অশিক্ষার কুসংস্কার দুর করার লক্ষে এলাকায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌছানোর জন্য তৎকালীন বড়লেখা থানার পূর্ব জুড়ী ইউ/পি এর অমত্মর্গত নওয়া বাজারে ক্ষুদ্র পরিসরে একটি মাদ্রাসার ভিত্তি স্থাপিত হয়।

এ দ্বীনি প্রতিষ্ঠানই বর্তমানে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৮নং গোয়ালবাড়ী ইউ/পি এর অমত্মর্গত ঐতিহ্যবাহী নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা নামে বাংলাদেশে তথা বহিঃবিশ্বে পরিচিতি লাভ করে। ১৯৬৯ইং সনে অত্র নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল সত্মরে স্বীকৃতি লাভ করে ও ১৯৭৪ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিম সত্মরে স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৬ইং সনে ফাজিল সত্মরে স্বীকৃতি লাভ করে। পর্যায়ক্রমে ফাজিল শ্রেণিকে বি.এ. এর মান দেওয়ায় ২০০৮ইং সন হতে ফাজিল শ্রেণি (বি.এ) কে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীনে ন্যসত্ম করা হয়। অদ্যাবধি নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসাটি ১ম শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যমত্ম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত হয়ে আসছে এবং ফাজিল শ্রেণি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিনে পরিচালিত হয়ে আসছে। অত্র নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অসংখ্য ছাত্র/ছাত্রী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও বিদেশে বিভিন্ন সম্মানিত পেশায় নিয়োজিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। বলা বাহুল্য যে ১৯৯৬ইং সনে অত্র নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসাটি সিলেট বিভাগের বিভাগীয় শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্ণপদকে পুরস্কৃত করেন।