মৌলভীবাজার জেলাধীন জুড়ী উপজেলার ৬নং সাগরনাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন বড়ডহর গ্রামে অবস্থিত।বিদ্যালয়ের ভূমিদাতা হাজী আব্দুল মান্নান, বর্তমানে একিটি আধাপাকা ভবন আছে।
১৯৯৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হওয়ায় এলাকাবাসী শিশুদের লেখাপড়ার মান বৃদ্ধি পাচ্ছে এবং ঝরে পড়ার হার কমছে।
১ম শ্রেণীঃ ৩৮ জন।
২য় শ্রেণীঃ ৩২ জন।
৩য় শ্রেণীঃ ৩৫ জন।
৪র্থ শ্রেণীঃ ৩৪ জন।
৫ম শ্রেণীঃ ১৯ জন।
মোটঃ ১৫৮ জন।
সভাপতিঃ আং কাদির।
সহ সভাপতিঃ আং সহিদ।
দাতা সদস্যঃ মিনারা বেগম।
সদস্যঃ আং খালিক।
সদস্যঃ নিলুফার ইয়াসমিন।
সদস্যঃ আং কাদির।
সদস্যঃ লুৎফা বেগম।
সদস্যঃ সুকুমার শীল।
সদস্যঃ মফিস খান।
সদস্যঃ রফিকুন নাহার।
সদস্যঃ তৈমুছ খান।
সদস্যঃ আলকুমা বেগম।
বড়ডহর হাজী আব্দুল মান্নান রেজিঃ প্রাঃ বিদ্যালয়।
গ্রামঃ উত্তর বড়ডহর।
ডাকঃ সাগরনাল।
উপজেলাঃ জুড়ী।
জেলাঃ মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস