প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ-
প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ০৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত গোয়ালবাড়ী বাজার সংলগ্ন জুড়ী-লাঠিটিলা সড়কের পূর্ব পার্শে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে ০১টি দ্বিতল একাডেমিক ভবন, ০২টি আধাপাকা ভবন রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষ ০৫টি, বিজ্ঞানাগার ০১টি, অফিস কক্ষ ০১টি, ছাত্রী মিলনায়তন ০১টি, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে ০২টি ও শিক্ষকদের জন্য ০১টি টয়লেট, ০১টি টিউবওয়েল এবং বিদ্যালয় সম্মুখে ০১টি খেলার মাঠ আছে। প্রতিষ্ঠানটির EIINনম্বর ১২৯৬৪০ । এমপিও কোড- ১৩০৩০৫১৩০২।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ-
মরহুম হাজী ইনজাদ আলী তাঁর নিজ নামে ১৯৭৫ খ্রিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় গোয়ালবাড়ী মৌজায় ‘হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়’টি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠানটি জুড়ী-লাঠিটিলা সড়কের পার্শ্বে একটি মনোরম টিলায় অবস্থিত। এটি জুড়ী উপজেলা সদর থেকে ০৫ কিঃমিঃ দঃ-পূর্ব দিকে অবস্থিত। বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকাটি নয়নাভিরাম বন্ধুর ঘন শ্যামলে ঘেরা যা যেকোন সময়ের শিল্পীর তুলিতে আঁকা মনোহারি ছবির চাইতেও প্রকৃতি প্রেমিক মানুষের কাছে অনেক বেশী আকর্ষনীয় বৈ কি। বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, কর্তৃক প্রথমে নিম্ন মাধ্যমিক এবং পরে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত। বিদ্যালয়টিতে ২০১০খ্রিঃ থেকে জেএসসি এবং ২০১৩খ্রিঃ থেকে এসএসসি কেন্দ্র ভেন্যু পরিচালিত হয়ে আসছে। ২০১৩খ্রিঃ জেএসসি এবং ২০১৪খ্রিঃ এসএসসি’র মূল কেন্দ্র পাওয়ার জন্য আবেদন করা হয়েছে।
জুড়ী উপজেলা সদর থেকে ০৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে গোয়ালবাড়ী এলাকায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস