প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ-
জাঙ্গীরাই গ্রামের ১) মৃত মোঃ জয়নাল আবেদীন, ২) মৃত মোঃ ফরমুজ আলী, ৩) মৃত মোঃ রশিদ আহমদ মুন্সি, ৪) মৃত মোঃ মমত্মাজ উদ্দিন, ৫) মোঃ আব্দু মিয়া এর দানকৃত ১.৭৫একর জমির উপর ১৯৮২ইং সালে এ ধর্মীয় প্রতিষ্ঠানটি চালু করা হয়। জরাজীর্ণ ভবনে চলমান প্রতিষ্ঠানটির প্রতি সদয় দৃষ্টি পরায় লন্ডন প্রবাসী আব্দুল লতিফ সাহেব তাঁহার মরহুম পিতার স্মরণে ‘‘মরহুম আব্দুল মালিক ভবন’’ নামে একটি ভবন (ভবন-১) দান করেন, বর্তমানে যার দ্বিতলের কাজ চলিতেছে। প্রতিষ্ঠানটি সরকারী কোন ভবন পায়নি। মৌলভীবাজার-বড়লেখা মহাসড়কের পশ্চিম পার্শ্বে তা অবস্থিত। যার দক্ষিণ-পশ্চিমে মসজিদ, পশ্চিমে কবরস্থান এবং উত্তরে ১৬০০ বর্গফুট বিশিষ্ট ভবন তৈরীর স্থান। যার পিছনে পাঁকা সীমানা প্রাচীর।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত মাদরাসা কোড নং ২০১৮১, EIINনং- ১২৯৬৭৪, এমপিও কোড নং- ১৩০৭০৯১০১।
৩। প্রতিষ্ঠাকালঃ ০১/০১/১৯৮২ইং
৪। প্রতিষ্ঠানের ইতিহাসঃ-
হাকালুকি হাওর এলাকা ঘেঁষা জুড়ী উপজেলা প্রশাসনের সন্নিকটে ৫০০ মিটার দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানটির পাশে বসবাসকারী ৮০% জনগোষ্ঠী নিবৃত্ত পরিবারের জনগণ বিধায় ধর্মীয় ও চলমান শিক্ষা বিসত্মারে এলাকার জনগণ একত্র হয়ে মসজিদ, কবরস্থান ও মহাসড়ক সংলগ্ন স্থানে উপজেলার কেন্দ্রীয় মাদরাসা হিসাবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সুপার জনাব মাওলানা শফিকুল ইসলাম বিগত ০১/০১/২০০৪ইং তারিখ হতে নবম শ্রেণি পাঠদানের অনুমোদন, ০১/০১/২০০৬ইং তারিখ হতে স্বীকৃতি এবং আগামী ৩১/১২/২০১৫ইং তারিখ পর্যমত্ম পূনঃ স্বীকৃতি আদায়ে সক্ষম হন।
স্থানীয় উপজেলায় প্রতিষ্ঠানটি জেডিসি এবং দাখিল পরীক্ষায় যথাক্রমে প্রায় ১ম ও ২য় স্থান অধিকার করে আসছে।
হাকালুকি হাওর এলাকা ঘেঁষা জুড়ী উপজেলা প্রশাসনের সন্নিকটে ৫০০ মিটার দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানটির পাশে বসবাসকারী ৮০% জনগোষ্ঠী নিবৃত্ত পরিবারের জনগণ বিধায় ধর্মীয় ও চলমান শিক্ষা বিসত্মারে এলাকার জনগণ একত্র হয়ে মসজিদ, কবরস্থান ও মহাসড়ক সংলগ্ন স্থানে উপজেলার কেন্দ্রীয় মাদরাসা হিসাবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সুপার জনাব মাওলানা শফিকুল ইসলাম বিগত ০১/০১/২০০৪ইং তারিখ হতে নবম শ্রেণি পাঠদানের অনুমোদন, ০১/০১/২০০৬ইং তারিখ হতে স্বীকৃতি এবং আগামী ৩১/১২/২০১৫ইং তারিখ পর্যমত্ম পূনঃ স্বীকৃতি আদায়ে সক্ষম হন।
স্থানীয় উপজেলায় প্রতিষ্ঠানটি জেডিসি এবং দাখিল পরীক্ষায় যথাক্রমে প্রায় ১ম ও ২য় স্থান অধিকার করে আসছে।
পর্যায় | শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
ইবতেদায়ী | ১ম | ২৪ | ২৪ | ৪৮ |
২য় | ২০ | ২৬ | ৪৬ | |
৩য় | ২৫ | ৩০ | ৫৫ | |
৪র্থ | ২২ | ৩০ | ৫২ | |
৫ম | ১৯ | ১৮ | ৩৭ | |
মোট | ৯৩ | ১৪৫ | ২৩৮ | |
দাখিল | ৬ষ্ঠ | ৩০ | ৪৬ | ৭৬ |
৭ম | ২১ | ৪৭ | ৬৮ | |
৮ম | ৩৫ | ৩৪ | ৬৯ | |
৯ম | ২০ | ৪১ | ৬১ | |
১০ম | ১০ | ১৭ | ২৭ | |
মোট | ১০৫ | ১৮৫ | ২৯০ | |
সর্বমোট | ১৯৮ | ৩৩০ | ৫২৮ |
ক্রঃনং | নাম | পদবী |
০১ | উপজেলা নির্বাহী অফিসার | সভাপতি |
০২ | মোঃ শফিকুল ইসলাম | সম্পাদক |
০৩ | কারী মোঃ আঃ রশিদ | সদস্য |
০৪ | মোঃ আব্দুল লতিফ | সদস্য |
০৫ | মোঃ মুজিবুর রহমান আজীজি | সদস্য |
০৬ | মোঃ মফিজুল ইসলাম | সদস্য |
০৭ | মোঃ আবু তাহের | সদস্য |
০৮ | মোঃ তাজুল ইসলাম | সদস্য |
০৯ | মোঃ সিরাজ উদ্দিন | সদস্য |
১০ | বাসনা আক্তার | সদস্য |
১১ | কবির আহমেদ | সদস্য |
১২ | মোঃ আব্দুল বাতেন | সদস্য |
১৩ | ফজিলা খাতুন | সদস্য |
সাল | ৫ম | জেডিসি | দাখিল | মনত্মব্য | ||||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
২০০৯ | - | - | - | - | - | - | ২৩ | ২২ | ৯৬% |
|
২০১০ | ৩৯ | ৩৪ | ৮৭.১৭% | ৭৯ | ৪১ | ৫২% | ৩৪ | ২৯ | ৮৫.২৯% |
|
২০১১ | ৪৭ | ৩৬ | ৭৬.৫৯% | ৬১ | ৫৮ | ৯০% | ৩৯ | ৩৫ | ৯০% |
|
২০১২ | ৫১ | ৫১ | ১০০% | ৫৫ | ৫৪ | ৯৮.১৮% | ৩৭ | ৩২ | ৮৬.৪৮% |
|
২০১৩ | - | - | - | - | - | - | ২৭ | ২২ | ৮১.৪৮% |
|
স্থানীয় জেলা ও উপজেলা ভিত্তিক বিভিন্ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিগত ২০০৪ইং সাল হতে ২০১১ইং সাল পর্যমত্ম মোট ৫ম, ৮ম ও ১০ম শ্রেণিতে মেধা তালিকায় ১ম, ৩য়, ৫ম, ৯ম ও ১১তম স্থান লাভ করে সনদ এবং নগদ অর্থ প্রাপ্ত/অর্জনকারী ছাত্র/ছাত্রী প্রায় ৩৪ জন।
স্থানীয় উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত জাঙ্গীরাই দাখিল মাদরাসাটি পর্যায় ক্রমে কামিল মাদরাসায় রূপামত্মরিত করা এবং একাডেমিক ভবন ও আসবাবপত্র সংগ্রহ করা। সর্বোপরি ১০০% পাশ নিশ্চিত করা।
উপজেলা প্রশাসনিক ভবন থেকে ৫০০ মিটার উত্তরে জুড়ী-বড়লেখা সড়কের পার্শ্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস