Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ-

জাঙ্গীরাই গ্রামের ১) মৃত মোঃ জয়নাল আবেদীন, ২) মৃত মোঃ ফরমুজ আলী, ৩) মৃত মোঃ রশিদ আহমদ মুন্সি, ৪) মৃত মোঃ মমত্মাজ উদ্দিন, ৫) মোঃ আব্দু মিয়া এর দানকৃত ১.৭৫একর জমির উপর ১৯৮২ইং সালে এ ধর্মীয় প্রতিষ্ঠানটি চালু করা হয়। জরাজীর্ণ ভবনে চলমান প্রতিষ্ঠানটির প্রতি সদয় দৃষ্টি পরায় লন্ডন প্রবাসী আব্দুল লতিফ সাহেব তাঁহার মরহুম পিতার স্মরণে ‘‘মরহুম আব্দুল মালিক ভবন’’ নামে একটি ভবন (ভবন-১) দান করেন, বর্তমানে যার দ্বিতলের কাজ চলিতেছে। প্রতিষ্ঠানটি সরকারী কোন ভবন পায়নি। মৌলভীবাজার-বড়লেখা মহাসড়কের পশ্চিম পার্শ্বে তা অবস্থিত। যার দক্ষিণ-পশ্চিমে মসজিদ, পশ্চিমে কবরস্থান এবং উত্তরে ১৬০০ বর্গফুট বিশিষ্ট ভবন তৈরীর স্থান। যার পিছনে পাঁকা সীমানা প্রাচীর।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত মাদরাসা কোড নং ২০১৮১, EIINনং- ১২৯৬৭৪, এমপিও কোড নং- ১৩০৭০৯১০১।

৩। প্রতিষ্ঠাকালঃ ০১/০১/১৯৮২ইং

৪। প্রতিষ্ঠানের ইতিহাসঃ-

হাকালুকি হাওর এলাকা ঘেঁষা জুড়ী উপজেলা প্রশাসনের সন্নিকটে ৫০০ মিটার দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানটির পাশে বসবাসকারী ৮০% জনগোষ্ঠী নিবৃত্ত পরিবারের জনগণ বিধায় ধর্মীয় ও চলমান শিক্ষা বিসত্মারে এলাকার জনগণ একত্র হয়ে মসজিদ, কবরস্থান ও মহাসড়ক সংলগ্ন স্থানে উপজেলার কেন্দ্রীয় মাদরাসা হিসাবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সুপার জনাব মাওলানা শফিকুল ইসলাম বিগত ০১/০১/২০০৪ইং তারিখ হতে নবম শ্রেণি পাঠদানের অনুমোদন, ০১/০১/২০০৬ইং তারিখ হতে স্বীকৃতি এবং আগামী ৩১/১২/২০১৫ইং তারিখ পর্যমত্ম পূনঃ স্বীকৃতি আদায়ে সক্ষম হন।

স্থানীয় উপজেলায় প্রতিষ্ঠানটি জেডিসি এবং দাখিল পরীক্ষায় যথাক্রমে প্রায় ১ম ও ২য় স্থান অধিকার করে আসছে।