মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্তগত জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । পুবে ভূয়াই তেঘরিঘাট রাস্তা হইতে শাহগঞ্জ বাজার পযন্ত একটি রাস্তা আছে।দক্ষিনে ভূয়াই তেঘরিঘাট রাস্তা সিলেচ পযন্ত সংযোগ আছে।বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। একটি আধা পাকা ও একটি পাকা গৃহে মোট ৬টি রোম আছে। শিক্ষকের পদ সংখ্যা ৪ জন। বতমানে কমরত ২ জন। ২ জন শিক্ষক অন্যত্র বদলী হয়ে গেছেন। ছাত্র ছাত্রীর সংখ্যা ১৯৭জন বিদ্যালয়ের ফলাফল ভাল গত ২০১১ সনে সমাপনী পরীক্ষায় ১০০ভাগ পাশ করেছে।
বিদ্যালয় প্রতিষ্টার পূবে কয়েকজন যুবক শিক্ষানুরাগী একটি বৈঠকে মিলিত হয়ে গ্রামের মধ্যেভাগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টান উদ্যোগ নেয়। তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরন করি১.নিত্যনন্দ দাস২.রাজেন্দ্র দাস৩.যতিন্দ্র দাস৪.চন্দ্র রাম দাস৫.মহিমা চরন দাস৬.অন্নদা চরন দাস৭.আরো অনেক। তাদের মধ্যে যতিন্দ্র দাস ও চন্দ্র রাম একত্রে ৪০ শতক জমি বিদ্যালয়ের জন্য দান করেন। ১৯৬৩ সালে প্রতিস্টিত হয় ।ছন বাশ দিয়ে দিয়ে নিমাণ বৈশাকি ঝড়ে ধুলিস্মাৎ হয়ে যেতা সরকারির অনুদানে ১৯৯২ সনে আধাপাকা একটি গৃহ ও ২০১০ সনে পাকা গৃহ নিমান হয় ।বতমানে ২ টি গৃহে ৬ কক্ষ। ১০৭জন ছাত্র লেখাপড়া করিতেছে।
শিশু শ্রেণী ৩০জন ।
১ম শ্রেণী ৪৬ জন।
২য় শ্রেণী ৪২ জন।
৩য় শ্রেণী ৪৪ জন।
৪থ শ্রেণী ৪১ জন।
৫ম শ্রেণী ২৪ জন।
১ | হাজী তবারক আলী | সভাপতি |
২ | আশুলাল দাস | সহসভাপতি |
৩ | আং রাজ্জাক | সদস্য |
৪ | সুনীল দাস | সদস্য |
৫ | রোকশানা সুলতানা | সদস্য |
৬ | ফরমুজ আলী | সদস্য |
৭ | এশিয়া বেগম | সদস্য |
৮ | মায়া রানী বিশ্বাস | সদস্য |
৯ | মহেশ চন্দ্র দাস | সদস্য |
১০ | বীরেন্দ্র কুমার দাস | সদস্য সচিব |
১১ | মোঃ রুহুল আমীন | সদস্য |
১২ | প্রীতি রানী দাস | সদস্য |
সাল | মোট ছাত্র ছাত্রীর সংখ্যা | কৃতকাযের সংখ্যা | অকৃতকাযের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ৩০ | ২৮ | ২ | ৯৩ভাগ |
২০০৮ | ২৪ | ২০ | ৪ | ৮৩ভাগ |
২০০৯ | ২৫ | ২৫ | - | ১০০ভাগ |
২০১০ | ২২ | ২১ | ১ | ৯৫ভাগ |
২০১১ | ২৪ | ২৪ | - | ১০০ভাগ |
সাল ট্যালেন্টপুল সাধারন
২০০৫ - ১
২০০৯ ১ ১
ছাত্রছাত্রীদের পড়াশুনারমান বৃদ্ধির জন্যশ্রেণী কক্ষে পাতটিকা নিয়ে যাওয়া । সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদে মূল্যায়ন করা এবং বিশেষ করে ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপজেলা পযায়ে একটি ভাল ফলাফল লাভ করার বন্য তাদেরকে হোম ওয়াক করানো ও দুবল ছাত্রছাত্রীদের নিনয় করে তাদেরকে বিশেষ যত্ন নেওয়া।
উপজেলা সদর থেকে ১০ কি মি দূরে বিদ্যালয়টি অবস্থিত এবং উপজেলা সদর থেকে বাস অথবা সি এন জি যোগে আসা যায়।।
মোঃ তারেক হোসেন সে বতমানে ১ম শ্রেণীতে অধ্যয়নরত।
স্বণা রানী দাস পিতা কিশোরী মোহন দাস গ্রাম নিশ্চিন্তপুর ।
পিংকী রানী দাস গ্রামঃ নিশ্চিন্তপুর বতমানে ২য় শ্রেণীতে অধ্যয়নরত।
মল্লিকা রানী দাশ গ্রামঃ নিশ্চিন্তপুর
এনি আক্তার গ্রামঃ শাহাপুর । বতমানে ৩য় শ্রেণীতে অধ্যয়নরত।
কেয়া রানী দাস গ্রামঃ নিশ্চিন্তপুর।
প্রানতোষ চন্দ্র দাষ. নিশ্চিন্তপুর । বতমানে ৪থ শ্রেণীতে পড়ে।
তামান্না সিদ্দিকা মুক্তা। গ্রামঃ নিশ্চিন্তপুর
ঝুমা রাণী দাস গ্রামঃ নিশ্চিন্তপুর। বতমানে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস