Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূয়াই সরঃ প্রাথামিক বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সংক্ষিপ্ত বননা ‍ঃ জুড়ী উপজেলার ৫ নং জায়ফরনগর ইউনিয়নের অন্তগত ২ নং ওয়াডের ভূয়াই গ্রামের বিদ্যালয়টি অবস্থিত উপজেলা সদর হইতে প্রায়া সাত কি মি দুরে জুড়ী কুলাউড়া সড়কের ভূয়াই বাজারের উত্তর পাশে বিদ্যালয়টি অবস্থিত । কাচা রাস্তা অতিক্রম করে বিদ্যালয়ে পৗছাইতে হয়।বিদ্যালয়ের পশ্চিম পাশে হাকালুকি হাওরের সম্প্রসারিত ‍পানিতে এলাকা ছয় মাস পানি বন্ধ থাকে। জনসাধারণে বেমির ভাগ কৃষিজীবি এবং কৃষি শ্রমিক । বেশির ভাগিই কৃষিজীবি । তাছাড়া সরঃ ও বেসরঃ বিভিন্ন পেশার লোক কমরত আছেন। শিক্ষার হার দেশের সাবিক হারের চেয়ে ভাল । বিদ্যালয়ের পরিছালনা কমিটি এবং শিক্ষকদের অব্যহত পচেষ্টার কারণে পরিক্ষার ফলাফল ভাল। এবং প্রায় বছরই প্রাঃ বৃত্তি লাভ করে। মৌলানা খন্দকার আবুল গফুর নামক ১ ব্যাক্তি বৃটিশ সময় কালে জমিদারী প্রথা অনুসারে ‍পারিবারিক মক্তব হিসাবে চালু করেন বলে জানা যায় । পরবতীতে  এই সত্তর ১/৭/১৯৭৩ সালে  কে বি এহিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে জাতীযকরন করা হয়।যার পুণ নাম খান বাহাদুর এহিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়।