সংক্ষিপ্ত বননা ঃ জুড়ী উপজেলার ৫ নং জায়ফরনগর ইউনিয়নের অন্তগত ২ নং ওয়াডের ভূয়াই গ্রামের বিদ্যালয়টি অবস্থিত উপজেলা সদর হইতে প্রায়া সাত কি মি দুরে জুড়ী কুলাউড়া সড়কের ভূয়াই বাজারের উত্তর পাশে বিদ্যালয়টি অবস্থিত । কাচা রাস্তা অতিক্রম করে বিদ্যালয়ে পৗছাইতে হয়।বিদ্যালয়ের পশ্চিম পাশে হাকালুকি হাওরের সম্প্রসারিত পানিতে এলাকা ছয় মাস পানি বন্ধ থাকে। জনসাধারণে বেমির ভাগ কৃষিজীবি এবং কৃষি শ্রমিক । বেশির ভাগিই কৃষিজীবি । তাছাড়া সরঃ ও বেসরঃ বিভিন্ন পেশার লোক কমরত আছেন। শিক্ষার হার দেশের সাবিক হারের চেয়ে ভাল । বিদ্যালয়ের পরিছালনা কমিটি এবং শিক্ষকদের অব্যহত পচেষ্টার কারণে পরিক্ষার ফলাফল ভাল। এবং প্রায় বছরই প্রাঃ বৃত্তি লাভ করে। মৌলানা খন্দকার আবুল গফুর নামক ১ ব্যাক্তি বৃটিশ সময় কালে জমিদারী প্রথা অনুসারে পারিবারিক মক্তব হিসাবে চালু করেন বলে জানা যায় । পরবতীতে এই সত্তর ১/৭/১৯৭৩ সালে কে বি এহিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে জাতীযকরন করা হয়।যার পুণ নাম খান বাহাদুর এহিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়।
ইতিহাস ঃ ১৯৯৬ সালের ১লা জানুয়ারী স্বগীয় সধীর রঞ্জন দাশের দানকৃত ১৭ শতক ভূমির উপর বিদ্যালয়টি উপস্থিত । বতমান বিদ্যালয়টি 60*22মাপের টিন সেট গৃহ১৯৯০সালে নিমিত জরাজনীন গহটি বতমানে ব্যবহার অনুপযোগী বিধায় নতুন গৃহ অবস্থিত । দানকৃত ১৭ শতক ভূমি বেশিরভাগই বিদ্যালয়ে বেদখলে কৃত ভুমি উচ্চ সারে উব্ধাতনেবারবার আবেদন করা হইয়াছে। ।
বিগত ৫ বছরের সমাপনী /পাবলিক পরীক্ষার ফলাফল ঃ
সাল | অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | পাশের হার | ট্যালেন্টপুল | সাধারণ |
২০০৭ | ৪৪ | ৪৪ | ১০০ | - |
|
২০০৮ | ৪০ | ৪০ | ১০০ | ৪ | ২ |
২০০৯ | ৩৭ | ৩৪ | ৮৬ | ৬ | ১ |
২০১০ | ৪৭ | ৩৩ | ৯১ | ১ | - |
২০১১ | ৪৬ | ৪৬ | ১০০ | - | - |
বতমান পরিচালনা কমিটির বণনা ঃ
নাম ঠিকানা পদবী
শ্রী সুশীল চন্দ্র দাশ। ভুয়াই জুড়ী সভাপতি
বেগম আয়শা সিদ্দীকা মাগুরা কুলাউড়া সদস্য সচিব
মুজিবুর রহমান কামিনীগঞ্জবাজার ’’
টেনু মিয়া ভূয়াই ’’
হপেন্দ্র কুমার দাশ ভূয়াই ’’
রিটন চন্দ্র দাশ ভূয়াই
মহেশ চন্দ্র দাশ ভূয়াই
আজন মিয়া বাহাদুরপুর
জ্যোতিকা রানী দাশ ভূয়াই
রুসনা বেগম ভূয়াই
লিলা রানী দাশ ভূয়াই
মেরিন বেগম নিশ্চিন্তপুর
অজন ঃ৩ টি ট্যালেন্টপুলবৃত্তি
যোগাযোগঃ জুড়ী কুলাউড়া সিএন্ত বি রাস্তার পাশ্বে কাচা রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসিতে হয়। বষায় কখনও রাস্তা তলিয়ে যায়। সঠিক বিবেচনায় যোগাযোগ সুগম।
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্দঃ
৫মে শ্রেনী
1. সবুজ চন্দ্র দাশ
2. জাহিদ হাসান
3. তারেক মিয়া
4. বাবুল মিয়া
৪থ শ্রেনীঃ
1. জয়লভ চন্দ্র দাশ
2. সৌরভ চন্দ্র দাশ
3. পুলপ চন্দ্র দাশ
4. আলমগীর হোসেন
৩য় শ্রেনীঃ
1. অনিক দাশ
2. পপি রানী দাশ
3. প্রিতম চন্দ্র দাশ
4. সুইটি রানী দাশ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস