বিদ্যালয়টি ৯০ শতাংশ ভুমির উপর প্রতিষ্ঠিত।বিদ্যালয়টির একটি ভবনে ক্লাস চলিতেছে এবং আরেকটি ভবনের নির্মাণ কাজ চলিতেছে। বিদ্যালয়টিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ আছে। শতবছর পূর্বের কাঁঠাল গাছগুলো বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা করে আসছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় নিম গাছ, আগর গাছের মতো মূল্যবান গাছগুলো নষ্ট হইয়া যাইতেছে। বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষার্থে সীমানা প্রাচীর নির্মাণ করে অসংখ্য বৃক্ষরাজী রক্ষা করা অত্র এলাকার মানুষের প্রাণের দাবী।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হতে ছয়জন মহৎপ্রাণ ব্যক্তি ভূমি দান করেছিলেন। তাঁরা হলেনৎ--
১। শ্রী অভয় চরণ শুক্ল বৈদ্য।
২। শ্রী যামিনী মোহন দাশ।
৩। শ্রী জিতেন্দ্র কুমার শুক্ল বৈদ্য।
৪। শ্রী সুসিনী দাশ।
৫। শ্রী রমেশ চন্দ্র শুক্ল বৈদ্য।
৬। শ্রী রাজেন্দ্র কুমার দাশ।
শ্রেণী | মুসলমান | হিন্দু |
ছাত্র |
ছাত্রী |
সর্বমোট | ||||
বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | ||||
শিশু | ১০ | ১২ | ২২ | ০৪ | ০৪ | ০৮ | ১৪ | ১৬ | ৩০ |
১ম | ০৯ | ১৩ | ২২ | ১১ | ১৩ | ২৪ | ২০ | ২৬ | ৪৬ |
২য় | ১৪ | ২১ | ৩৫ | ১৩ | ১১ | ২৪ | ২৭ | ৩২ | ৫৯ |
৩য় | ১৮ | ০৮ | ২৬ | ১৩ | ১৪ | ২৭ | ৩১ | ২২ | ৫৩ |
৪র্থ | ২০ | ১৬ | ৩৬ | ১৪ | ০৬ | ২০ | ৩৪ | ২২ | ৫৬ |
৫ম | ১০ | ১৫ | ২৫ | ১০ | ১৭ | ২৭ | ২০ | ৩২ | ৫২ |
সর্বমোট | ৮১ | ৮৫ | ১৬৬ | ৬৫ | ৬৫ | ১৩০ | ১৪৬ | ১৫০ | ২৯৬ |
২০১২ সালে ৯৯%।
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | বৃত্তি |
পাশের হার |
মন্তব্য | |
ট্যালেন্টপুল | সাধারন | |||||
২০০৭ | ৩৫ | ৩৪ | - | ০২ | ৯৭% |
|
২০০৮ | ২৯ | ২৭ | ০২ | - | ৯৪% |
|
২০০৯ | ৪০ | ৩৬ | ০১ | - | ৯০% |
|
২০১০ | ৩৪ | ৩৩ | - | - | ৯৭% |
|
২০১১ | ৩৮ | ৩৬ | - | ০১ | ৯৫% |
|
পিনাক চন্দ্র দাশ, সজীব দাশ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস