প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ-
বিদ্যালয়টিজুড়ী উপজেলার অন্তর্গত ০৬নং সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গঁন গ্রামে জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর-পূর্ব পাশে মনোরম পরিবেশে ১.৩৫ একর অখন্ড এবং নিজস্ব জমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে ০১টি দ্বিতল ভবন, ০২টি পাকা গৃহ, ০১টি আধাপাকা টিনসেড গৃহ ও ১টি মসজিদ রয়েছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে শ্রেণিকক্ষ ০৮টি, বিজ্ঞানাগার ০১টি, অফিস কক্ষ ০২টি, ছাত্রদের জন্য ০২টি, ছাত্রীদের জন্য ০২টি ও শিক্ষকদের জন্য ০১টি টয়লেট, ০২টি টিউবওয়েল এবং বিদ্যালয় সম্মুখে ০১টি খেলার মাঠ আছে।
প্রতিষ্ঠানটির EIINনম্বর ১২৯৬৪৯ । এমপিও কোড- ১৩০৩২২১২০২, বিদ্যালয় কোড- ২৪২২।
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ-
প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্তর্গত ০৬নং সাগরনাল ইউনিয়নে ০২নং ওয়ার্ড পাতিলাসাঙ্গঁন গ্রামে ০১/০১/১৯৯৫ইং সালে এলাকার সর্বসাধারনের সার্বিক সহযোগীতায় গ্রামীন এলাকার তরুন প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়ার বৃহত্তর স্বার্থে বাঁশ ও টিনের ছাওনী দিয়ে কাচাঘর তুলে ১৫০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস যথারীতি আরম্ভ করা হয়। বিদ্যালয়টি প্রাথমিক অনুমতি লাভ করে ০১/০১/১৯৯৭ইং এবং একাডেমিক স্বীকৃতি লাভ করে ০১/০১/১৯৯৮ইং সালে। বিদ্যালয়টি জুনিয়র হিসাবে এমপিও ভূক্ত হয় ০১/০৫/২০০০ইং সালে।
ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণি ভিত্তিক (২০১৩)
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ট | ৬৫ | ৬০ | ১২৫ |
সপ্তম | ৪৫ | ৪৯ | ৯৪ |
অষ্টম | ২৮ | ৫০ | ৭৮ |
নবম | ৩৫ | ৪৯ | ৮৪ |
দশম | ২৫ | ৪৫ | ৭০ |
সর্বমোট | ১৯৮ | ২৫৩ | ৪৫১ |
বর্তমান পরিচালনা কমিটির বর্ণনাঃ ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি।
কমিটির মেয়াদ ১১/০৭/২০১২ ইং তারিখ হইতে ১০/০৭/২০১৪ইং তারিখ পর্যন্ত। কমিটি নিম্নরূপঃ
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ ফখর উদ্দিন | সভাপতি |
|
০২ | জনাব মোঃ ইমাম উদ্দিন | সাধাঃ শিক্ষক সদস্য |
|
০৩ | জনাব মোঃ আব্দুর রশীদ | সাধাঃ শিক্ষক সদস্য |
|
০৪ | জনাব অমপ্রকাশ বার্মা | সাধাঃ অভিভাবক সদস্য |
|
০৫ | জনাব বিজেন কান্তি চাষা | সাধাঃ অভিভাবক সদস্য |
|
০৬ | জনাব বাবুল কান্তি দাস | সাধাঃ অভিভাবক সদস্য |
|
০৭ | জনাব বিদ্যাভূষণ চাষা | সাধাঃ অভিভাবক সদস্য |
|
০৮ | জনাবা নাছিমা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য |
|
০৯ | জনাব মোঃ আব্দুল মতিন পসাই | দাতা সদস্য |
|
১০ | জনাব মোঃ আব্দুল কাদির | শিক্ষানুরাগী সদস্য |
|
১১ | জনাব মোঃ তাজুর রহমান (প্রঃশিঃ) | সদস্য সচিব | পদাধিকার বলে |
বিগত ৫ (পাঁচ) বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
সাল | জেএসসি | এসএসসি | মন্তব্য | ||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
২০০৯ | -- | - | - | ১২ | ৮ | ৬৬.৬৬% |
|
২০১০ | ৬৬ | ৫১ | ৭৭.২৭% | ১৮ | ১৬ | ৮৮.৮৮% |
|
২০১১ | ৭৪ | ৭৩ | ৯৯.০০% | ২৩ | ১৮ | ৭৮.২৬% |
|
২০১২ | ৭৯ | ৭৯ | ১০০% | ৩১ | ৩১ | ১০০% |
|
২০১৩ | - | - | - | ৪৯ | ৪৯ | ১০০% |
|
২০১২ সালের জেএসসি পরীক্ষায় ১টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে।
মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত করা।
জুড়ী উপজেলা সদর থেকে ০৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে পাতিলাসাঙ্গন গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস