১৯৬১ সালের হাকালুকি হাওরের দক্ষিণ পান্তে বিদ্যালয়টি স্থাপিত হয়। শিক্ষাথী সংখ্যা ৩৪২ জন।
বিদ্যালয়টি গ্রাম্য এলাকায় ১৯৬১ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বগের অনুপ্রেরনায় স্থাপিত হয়।
২০০৭ - ১০০ভাগ
২০০৮ - ১০০ভাগ
২০০৯ - ৭১ভাগ
২০১০ - ১০০ভাগ
২০১১ - ৯৬ভাগ।
বিদ্যালয়টি শিক্ষাবৃত্তির আওতাভুক্ত । বতমানে ৪৫ ভাগ হারে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
উপস্থিতির হার বৃদ্ধি পাবে এবং ঝরের পড়ার হার হ্রাস পাবে। ভতির হার বৃদ্ধি পেয়েছে।
শিক্ষাবৃত্তির হার আরও বাড়ানো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস