প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ০২নং পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের অন্তর্গত ২নং ওয়ার্ডের নয়াবাজার সংলগ্ন জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর-পূর্ব পাশে মনোরম পরিবেশে ০.৭৫ শতাংশ অখন্ড এবং নিজস্ব জমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে ০২টি আধাপাকা ভবন রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষ ০৫টি, বিজ্ঞানাগার ০১টি, অফিস কক্ষ ০১টি, ছাত্রী মিলনায়তন ০১টি কক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে ০২টি ও শিক্ষকদের জন্য ০১টি টয়লেট, ০১টি টিউবওয়েল এবং বিদ্যালয় সম্মুখে ০১টি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে সরকারি কোন ভবন নেই।
প্রতিষ্ঠানটির EIINনম্বর ১২৯৫৪৪ । এমপিও কোড- ১৩০১১৮১২০১
জুড়ী উপজেলার ০২নং পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের অন্তর্গত বড়ধামাই গ্রামের আমেরিকা প্রবাসী জনাব মোঃ নাসির উদ্দিন ও তাঁর মোঃ গিয়াস উদ্দিন (সাবেক চেয়ারম্যান ০২নং পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ) সহ অন্যান্য ভাইদের যৌথ উদ্যোগে এবং এলাকাবাসীর প্রয়োজনের তাগিদে ২০০১ইং সালে তাঁদের মরহুম পিতা জনাব হোছন আলী সাহেবের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক, ২৯/০৫/২০০৪ইং তারিখে নিম্ন মাধ্যমিক হিসাবে এবং ০১/০১/২০০৯ইং তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এখনও এমপিও ভূক্তি হয়নি।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ট | ৪৪ | ৩৪ | ৭৬ |
সপ্তম | ২৪ | ৪৩ | ৬৭ |
অষ্টম | ২৩ | ৩২ | ৫৫ |
নবম | ২৭ | ৩৪ | ৬১ |
দশম | ২০ | ২০ | ৪০ |
মোট | ১৩৮ | ১৬৩ | সর্বমোট ৩০১ |
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ গিয়াস উদ্দিন | সভাপতি |
|
০২ | জনাব মোঃ জামিল উদ্দিন | সাধারণ শিক্ষক সদস্য |
|
০৩ | জনাব মোঃ ফজলুল হক | সাধারণ শিক্ষক সদস্য |
|
০৪ | জনাব মোঃ বদরুল ইসলাম | সাধারন অভিভাবক সদস্য |
|
০৫ | জনাব মোঃ আব্দুস ছালাম | সাধারন অভিভাবক সদস্য |
|
০৬ | জনাব মোঃ আছিম উদ্দিন | সাধারন অভিভাবক সদস্য |
|
০৭ | জনাব মরতুজ আলী | সাধারন অভিভাবক সদস্য |
|
০৮ | জনাব মোঃ নাসির উদ্দিন | প্রতিষ্ঠাতা সদস্য |
|
০৯ | জনাব মোঃ কমর উদ্দিন | দাতা সদস্য |
|
১০ | জনাব মোঃ ওয়ারিছ আলী | শিক্ষানুরাগী সদস্য |
|
১১ | জনাব বীরেশ রুদ্র পাল | সদস্য সচিব | পদাধিকার বলে |
সাল | জেএসসি | এসএসসি | মন্তব্য | ||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
২০০৭ | - | - | - | ১২ | ০৫ | ৪১.৬৭% |
|
২০০৮ | - | - | - | ১৭ | ১৪ | ৮২.৩৫% |
|
২০০৯ | - | - | - | ১৮ | ১৬ | ৮৮.৮৯% |
|
২০১০ | ৪৭ | ৩২ | ৭১ % | ৩২ | ২৮ | ৮৭.৫০% |
|
২০১১ | ৫৭ | ৫৭ | ১০০% | ৩৯ | ৩৯ | ১০০% |
|
২০১২ | ৬০ | ৫৯ | ৯৮.৩৩ | ৩৬ | ৩৪ | ৯৮% |
|
২০১৩ | ৪০ | ৩৮ | ৯৮% |
জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ১০০% ফলাফল ও জিপিএ ৫.০০ পাওয়ার প্রচেষ্টা চলছে।
জুড়ী উপজেলা সদর থেকে ০৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে জুড়ী লাঠিটিলা সড়ক সংলগ্ন নয়াবাজার।
৬ষ্ঠ- ফাহমিদা মাহমুদ আঁখি, ৭ম- মাহমুদা জাহান, ফাহমিদা আক্তার লিজা, ৮ম- ফাহমিদা আক্তার, সুমাইয়া তাবাসসুম, ৯ম- মাছুমা আক্তার, মাজেদা আক্তার, ১০ম- তৌরিন রোকসানা, সুমি বেগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস