গ্রামঃ উত্তর সাগরনাল, ডাকঃ সাগরনাল, উপজেলাঃ জুড়ী, জেলাঃ মৌলভীবাজার। বিদ্যালয়টি বংলাদেশ ভূখন্ডের ভারত সীমান্তবর্তী একটি প্রত্যুন্ত অঞ্চলে জুড়ী নদী তীরবর্তী এলাকায় অবস্তিত। বিদ্যালয়টি চার কক্ষ বিষিষ্ট একতলা একটি পাকা ভবন। বিদ্যালয়ের পাশ দিয়ে একটি ইউপি রাস্তা উপজেলা সদর রাস্তায় মিলিত হয়েছে।
বিদ্যালিয় এলাকাটি শিক্ষায় অনগ্রশর থাকার কারনে স্থানীয় সচেতন মহল বিশেষতঃ এলাকার শিক্ষার উন্নয়নের জন্য এলাকার সাবেক ইউ/পি চেয়ারম্যান মরহুম জনাব আলহ্বাজ মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী সাহেবের মহান উদ্দোগে বিদ্যালয়ের নামে ৩০ শতাংস ভূমি দান করতঃ স্থানীয় লোকজনের সহায়তায় অত্র বিদ্যালয়টি ১৯৭৩ ইং সনে প্রতিষ্টিত হয়ে ১৯৭৮ সনে স্থায়ী রেজিষ্টেশন প্রাপ্ত হয়। যাহার নং ৪৮৭৬/৩-জি তারিখ ১৪-১০-১৯৭৮ইং রেজিষ্ট্রেশন প্রাপ্ত হওয়ার পর বিদ্যালয়টি সরকারী করন না হওয়ার কারনে সাময়িক ভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়, পুনরায় এলাকার ভবিষত্য প্রজন্মের কথা চিন্তা করে উল্লখিত ব্যক্তি স্থানীয় সচেতন মহলের সমন্বয়ে ১লা জানুয়ারী ১৯৮৪ইং হইতে সরকারের নীতিমালা অনুয়ায়ী বিদ্যালয়টি পুনরুদ্ধমে অধ্যবদি এলাকায় শিক্ষার আলো প্রজ্বলিত করে আসতেছে। বলাবাহুল্য ১৯৯১ ইং সনের ১লা জুলাই হইতে শিক্ষকগন সরকারী অনুদান পেয়ে আসতেছে।
সভাপতিঃ জনাব তজমুল আলী ।
সহ সভাপতিঃ জনাব নূরুল ইসলাম চৌধুরী।
দাতাঃ জনাব এমদাদুল ইসলাম চৌধুরী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস