প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা কমপেস্নক্স সংলগ্ন উপজেলা শহরের প্রবেশদ্বারে এবং মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটির পূর্ব প্রামেত্ম স.ও.জ এর রাসত্মা, দক্ষিণে কুলাউড়া শাহ্বাজপুর রেল লাইন, পশ্চিমে জুড়ী নদী এবং উত্তরে হাকালুকি হাওর এলাকা। বিদ্যালয়টির ০১টি পাঁকা ভবন, ১টি আধা পাঁকা ভবন ও ০১টি খেলার মাঠ আছে। প্রতিষ্ঠানটির শিক্ষা বোর্ড কোড ২৩৭৮, EIINনম্বর ১২৯৬১৮।
এলাকার মেয়েদের তথা নারী শিক্ষাকে অগ্রগামী এবং নারীদেরকে সমাজে প্রতিষ্ঠা করার নিমিত্তে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব আব্দুল মক্তদীর সাহেব বিদ্যালয়ের জন্য ভূমি দান করেন এবং বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে ১৯৮৬ সালে। কিন্তু বন্যা ও বিভিন্ন প্রতিকূলতার কারনে কয়েক বছর বিদ্যালয়টি বন্ধ থাকার পর অবশেষে ১৯৯৩ সালে বর্তমান প্রধান শিক্ষক জনাব ইসহাক আলী বিদ্যালয়টি পুনরায় চালু করেন। ১৯৯৫ সালে নিম্ন মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্তি হয়। নবম শ্রেণি খোলার অনুমতি পেয়ে ১৯৯৯ সালে প্রথম বারের মতো বিদ্যালয় থেকে ছাত্রীরা এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ফলাফল ছিল ৩০%। ২০০০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে ২০০১ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্তি হয়। বিদ্যালয়ের জমির পরিমাণ ১.৫৪ একর। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ধারাবাহিক ভাবে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে।
শ্রেণি | ছাত্রী | মোট | মমত্মব্য |
ষষ্ট | ২৫৩ | ২৫৩ |
|
সপ্তম | ১৬৭ | ১৬৭ |
|
অষ্টম | ১৩০ | ১৩০ |
|
নবম | ১১০ | ১১০ |
|
দশম | ৮০ | ৮০ |
|
মোট | ৭৪০ | ৭৪০ |
|
০১ | জনাব ছায়রা খানম | সভাপতি |
০২ | জনাব আলহাজ্ব এম,এ মুমীত আসুক (চেয়ারম্যান, জুড়ী উপজেলা) | দাতা সদস্য |
০৩ | জনাব কুলেশ চন্দ্র চন্দ | শিক্ষানুরাগী সদস্য |
০৪ | জনাব হুসনে আরা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য |
০৫ | জনাব আব্দুল গনি | অভিভাবক সদস্য |
০৬ | জনাব জামাল উদ্দিন | অভিভাবক সদস্য |
০৭ | জনাব আবু মুসা | অভিভাবক সদস্য |
০৮ | জনাব জাহের মিয়া | অভিভাবক সদস্য |
০৯ | জনাব আব্দুল মান্নান | শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাব গৌরাঙ্গ দেবনাথ | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব আকলিমা বেগম | শিক্ষক প্রতিনিধি (মহিলা) |
১২ | জনাব ইসহাক আলী (প্রধান শিক্ষক) | সদস্য সচিব |
সাল | জেএসসি | এসএসসি | মমত্মব্য | ||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
২০০৯ | - | - | - | ২৭ | ২৫ | ৯৩% |
|
২০১০ | ৭৬ | ৫৭ | ৭৩% | ৩৪ | ৩১ | ৯১% |
|
২০১১ | ৯১ | ৮৬ | ৯৩% | ২৯ | ২৫ | ৮৬% |
|
২০১২ | ১১৭ | ১১৬ | ৯৯.১৪% | ৩৭ | ৩৭ | ১০০% |
|
২০১৩ | - | - | - | ৫৬ | ৪৮ | ৮৫.৭১% |
|
২০০১ সালে ট্যালেন্টপুলে ২টি বৃত্তি লাভ, ২০০৪ সালে ট্যালেন্টপুলে ১টি বৃত্তি ও জাতীয় শিক্ষা সপ্তাহে অত্র বিদ্যালয়ের ছাত্রী নাদিন নুর দিনা উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। একই বৎসরে এস,এস,সি পরীক্ষায় ৯৬% ফলাফল অর্জন করে সিলেট শিক্ষা বোর্ডে সেরা স্কুল হিসাবে ৮ম স্থান দখল করে। ২০১০ সালে এস.এস.সি পরীক্ষায় ২টি জি.পি.এ- ৫, জে.এস.সি পরীক্ষায় ১টি জি.পি.এ- ৫ এবং ২০১১ সালে এস.এস.সি পরীক্ষায় ১টি জি.পি.এ- ৫, জে.এস.সি পরীক্ষায় ১টি জি.পি.এ- ৫, ২০১২ সালে এস.এস.সি পরীক্ষায় ৩টি জি.পি.এ- ৫ সহ শতভাগ সাফল্য, জে.এস.সি পরীক্ষায় ১টি জি.পি.এ- ৫ অর্জন করে। ২০১২ সালে জে.এস.সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫টি ট্যালেন্টপুল বৃত্তি ও ৩টি সাধারণ বৃত্তি লাভ করে।
মাল্টিমিডিয়াসহ আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা। প্রশাসনিক ভবনসহ শ্রেণীকক্ষ বৃদ্ধি করা। বিদ্যালয়ে একাদশ, দ্বাদশ শ্রেণী খোলা এবং আধুনিক মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে বহুবিধ ব্যবস্থা গ্রহণ করা।
জুড়ী উপজেলা সদর পূর্ব পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস