সংক্ষিপ্ত বননা :মৌলানা খন্দকার আবুল গফুর নামক ১ ব্যাক্তি বৃটিশ সময় কালে জমিদারী প্রথা অনুসারে পারিবারিক মক্তব হিসাবে চালু করেন বলে জানা যায় । পরবতীতে এই সত্তর ১/৭/১৯৭৩ সালে কে বি এহিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে জাতীযকরন করা হয়।যার পুণ নাম খান বাহাদুর এহিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়।
শিশু শ্রেণীঃ ৩০ জন ১ম শ্রেণী ৭০ জন ২য় শ্রেণী৬৮জন ৩য় শ্রেণী৮২ জন ৪থ শ্রেণী ৭৫ জন। ৫ম ৫০ জন।
বতমান পরিচালনা কমিটির বণনা ঃ
সভাপতি ঃ খন্দকার আবুল বশর।
গ্রামঃ হাসনা বাদ জুড়ী
বতমান পরিচালনা কমিটি গঠন হয় ২০১০ খৃঃ সদস্য সংখ্যা ১২ জন।
বিগত ৫ বছরের সমাপনী /পাবলিক পরীক্ষার ফলাফল ঃ
সাল | অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | পাশের হার | ট্যালেন্টপুল | সাধারণ |
২০০৭ | ৪৪ | ৪৪ | ১০০ | - | ২ |
২০০৮ | ৪০ | ৪০ | ১০০ | ৪ | - |
২০০৯ | ৩৭ | ৩৪ | ৯৯ | ৬ | ২ |
২০১০ | ৪৭ | ৩৩ | ৭০ | ১ | - |
২০১১ | ৪৬ | ৪৬ | ১০০ | - | - |
উপস্থিতির হার বৃদ্ধি
ভবিষ্যত পরিকল্পনা ঃশতভাগ উপবৃত্তি প্রদান করলে উপস্থিতি ১০০ভাগ হবে বলে আশা করি।
অভিভাবকের সাথে যোগাযোগ ঘনিষ্ট হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস