প্রতিষ্টানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল উনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত।
উক্ত প্রতিষ্টানটি অবহেলিত জঙ্গোষ্টীকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য এলাকার সর্বস্থরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্টিত করা হয়।
১ম শ্রেণীঃ ৩৪ জন।
২য় শ্রেণীঃ ৩৯ জন।
৩য় শ্রেণীঃ ৩৮ জন।
৪র্থ শ্রেণীঃ ৪৮ জন।
৫ম শ্রেণীঃ ২৫ জন।
মোটঃ ১৮৪ জন।
সভাপতিঃ রনজিত কুমার নাথ।
সহ সভাপতিঃ বারিক আহমদ।
সচিবঃ মোঃ লিয়াকত আলী।
সদস্যঃ ছালমা বেগম।
সদস্যঃ হাবিব আলী।
সদস্যঃ কাজল মিয়া।
সদস্যঃ রাবেয়া বেগম।
সদস্যঃ ছালেহা বেগম।
সদস্যঃ হাফিজ আহমদ।
সদস্যঃ অর্পনা রানী দাস।
সদস্যঃ রীনা কর্মকার।
সদস্যঃ কনর মিয়া।২
২০০৭ইং ------১০০% বার্ষিক পরিক্ষা।
২০০৮ইং---------৬৫% সমাপনি পরিক্ষা।
২০০৯ইং--------- ৮২% সমাপনি পরিক্ষা।
২০১০ইং----------১০০% সমাপনি পরিক্ষা।
২০১১ইং -----------১০০% সমাপনি পরিক্ষা।
বর্তমানে বিদ্যালয়টি বি গ্রেডে অন্তভূক্ত, ভবিষ্যতে এ বিদ্যালয়টি এ গ্রেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
দক্ষিন সাগরনাল সরকারী প্রথমিক বিদ্যালয়
ডাকঃ সাগরনাল।
উপজেলাঃ জুড়ী।
জেলাঃ মৌলভীবাজার।
ফাহমিদা ইয়াসমিন রুমি
রাজুল ইসলাম
দিবা ফারহা স্নেহা
রেহেনা আক্তার সীমা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস