"জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়" মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা সদরে অবস্থিত একটি প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে ২টি ৩ তলা ভবন, ১টি ২ তলা ভবন, ২টি ১ তলা ভবন, খেলার মাঠ, শহিদ মিনার, লাইব্রেরী, ১টি কম্পিউটার ল্যাব এবঙ ১টি উন্নতমানের বিজ্ঞানাগার রহিয়াছে।
প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকে অদ্যাবধি শিক্ষা বিস্তারে, সংস্কৃতি চর্চা ও ক্রীড়া ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করিয়া আসিতেছে। উ ল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের অনেকশিক্ষাথী বাংলাদেশের সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছে। এই বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে ঝরে পড়া ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় শুন্যের কোঠায় এবঙ নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখিতেছে।
বিদ্যালয়টি রাজনীতি, সন্ত্রাস, ইভটিজিং ও ধুমপান মুক্ত হওয়ার প্রেক্ষিতে শিক্ষার পরিবেশ অত্যন্ত উন্নত ও নিরাপদ।
মৌলভীবাজর জেলার অন্তর্গত জুড়ী উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত একটি প্রাচীনতম বিদ্যাপিঠ। জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামের দানশীল ব্যাক্তি জনাব নদীয়া চঁদপ্ দত্ত এর ৮৪ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের সভাপতি জনাব হাজির আলী চৌধুরী এর অক্লান্ত প্ররিশ্রমের ফলে বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয়ের সূচনা লগ্নে প্রধান শিক্ষকেরা দায়িত্ব পালন করেন জনাব উদয়চঁদ ধর। ১৯৫৭ সালে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। অতপর: ১৯৬০ সালে বিদ্যালয় হইতে ৩০ জন শিক্ষার্থী এন্ট্রাস পরীক্ষায় অংশগ্রহন করে ৬০% ফলাফল অর্জন করে। ১৯৯৪ইং সনে (মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টর কামান্ডার, ২০১২ সালে বাঙলাদেশের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ, মুমীত আসুক বিদ্যালয়ের সভাপতির দায়ীত্ব গ্রহনের পর হইতে তাহার সঠিক দিক নির্দেশনায় বিদ্যালয়টি ক্রমশ: উন্নতির দিকে ধাবিত হয়। ২০০০ সালে পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম, এ, মুমীত আসুক সাহেবের প্রত্যক্ষ সহায়তায় বিদ্যালয়টি জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র হিসাবে যাত্রা শুরু করে। ২০০৭ সালে বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম, এ, মুমীত আসুক সাহেবের অক্লান্ত পরিশ্রমে ১টি ৩ তলা ও ১টি ১ তলা ভবন নির্মিত হয়। ২০০৫ সালে বিদ্যালয়ের ২য় তলায় ৪ টি কম্পিউটার সম্বলিত একটি কম্পিউটার ল্যাব স্থাপিত হয়। বর্তমানে ল্যাবে ১৮টি কম্পিউটার রহিয়াছে যাহার দ্বারা শিক্ষক ও শিক্ষার্থীগন প্রশিক্ষনের মাধ্যমে তথ্য প্রযুক্তি সম্পর্কীত জ্ঞান আহরন করিতেছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষাথী সংখ্যা ২১৫০জন। বর্তমানে ১৮টি শ্রেণী শাখার মাধ্যমে ১৮জন এমপিও ভূক্ত শিক্ষক, ১জন ৩য় শ্রেনী ও ৩ জন ৪র্থ শ্রেনীর কর্মচারীর, ১১জন খণ্ডকালীন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হইতেছে। বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান পাশের হার ও নারী শিক্ষার্থীদের পরিমান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার ল্যাব স্থাপনের ফলে জাতীয় তথ্য ও যোগাযোগ রযুক্তি নীতিমালা ২০০৯ এর রূপকল্পে ওবং উদ্দেশ্য সমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে ২০১০ সালের মধ্যে ডিজিটাল বংলাদেশ গড়ে তোলার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৬ষ্ঠ- ৬১৪,
৭ম- ৫১৭,
৮ম- ৪৫৫,
৯ম- ৪৫৮,
১০ম- ৩৭৩।
০১. আলহাজ্ব এম এ মুমিত আসুক (সভাপতি)
০২. সিতাংশু শেখর দাস (শিক্ষক প্রতিনিধি)
০৩. জি.এম বদরুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি)
০৪. বনানী ধর (শিক্ষক প্রতিনিধি)
০৫. বিশ্বজিৎ দত্ত (অভিভাবক সদস্য)
০৬. মাসুক মিয়া (অভিভাবক সদস্য)
০৭. আনফর আলী (অভিভাবক সদস্য)
০৮. শফিকুর রহমান (অভিভাবক সদস্য)
০৯. নুরজাহান বেগম (মহিলা অভিভাবক সদস্য)
১০. আলহাজ্ব বদর উদ্দিন আহমদ (প্রতিষ্ঠাতা সদস্য)
১১. রুশমত আলম (বিদ্যুৎসাহী সদস্য)
সন: | অংশগ্রহণ কারী শিক্ষার্থীর সংখ্যা | উর্ত্তীণ সংখ্যা | পাশের হার। |
২০০৯ | ১৯৮ | ১৭২ | ৮৬.৮৭% |
২০১০ | ২২০ | ১৯১ | ৮৬.৮৭% |
২০১১ | ২৩৯ | ১৯৭ | ৮২.৪২% |
২০১২ | ৩০৪ | ২৭৩ | ৮৯.৮০% |
২০১৩ | ২৮৩ | ২৬৯ | ৯৫.০৫% |
২০১২ইং সনে জে.এস.সি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১৬ তম স্থান লাভ করে। ২০১৩ইং সনে এস.এস.সি পরীক্ষায় ৪৫ A+টি লাভ করে।
আগামীতে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার পরিকল্পনা আছে। বিদ্যালয়টিতে দুই শিফট চালু করা কার্যক্রম চলছে।
জুড়ী ভবানীগঞ্জ বাজার সংলগ্ন জুড়ী নিউমার্কেট বিপরীত পার্শে জুড়ী নদীর তীরে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। রেল পথে ,সড়ক পথে এবং নদী পথে বিদ্যালয়টিতে আসা যায় । জুড়ী ভবানীগঞ্জ বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যাবস্থা খুবই উত্তম।
ক্রমিক নং | ২০১৩ ইং সনের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+প্রাপ্ত ছাত্র/ছাত্রীর নাম |
০১ | মোনতাহা জামান চৌধুরী এস.এস.সি- গোল্ডেন A+(বিজ্ঞান বিভাগ) |
০২ | শাহ আহমদ নুছায়ের এস.এস.সি- গোল্ডেন A+ (বিজ্ঞান বিভাগ) |
০৩ | আসুক মিয়া এস.এস.সি- গোল্ডেনA+ (বিজ্ঞান বিভাগ) |
০৪ | তানজিম আহমদ এস.এস.সি- গোল্ডেন A+ (বিজ্ঞান বিভাগ) |
০৫ | সমজিত দেবনাথ এস.এস.সি- গোল্ডেন A+ (বিজ্ঞান বিভাগ) |
০৬ | সৌরভ দত্ত এস.এস.সি- গোল্ডেন A+ (বিজ্ঞান বিভাগ) |
০৭ | নাজমিন আক্তার - গোল্ডেন A+ (বানিজ্য বিভাগ) |
০৮ | তাহমিনা আক্তার- গোল্ডেন A+ (বানিজ্য বিভাগ) |
০৯ | তৃণা দে- গোল্ডেন A+ (বানিজ্য বিভাগ) |
১০ | শাহিদা আক্তার- গোল্ডেন A+ (বানিজ্য বিভাগ) |
১১ | সালেহা ইয়াসমিন- গোল্ডেন A+ (বানিজ্য বিভাগ) |
১২ | তনুশ্রী রায় তৃষা - গোল্ডেন A+ (বানিজ্য বিভাগ) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস