প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ০৬নং সাগরনাল ইউনিয়ন পরিষদের অন্তর্গত এবং জুড়ী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ফুলতলা-শিলুয়া সড়কের পার্শে বরইতলী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির নিজস্ব অর্থায়নে একটি আধাপাকা বিল্ডিং রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষ ০৫টি, অফিস কক্ষ ০১টি, ছাত্রী মিলনায়তন, টিউবওয়েল ও খেলার মাঠ আছে। ০১/০১/২০১০ইং হইতে পাঠদান কার্যক্রম শুরু হয় এবং ১৮/০৫/২০১০ইং তারিখে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সিলেট শিক্ষা বোর্ড হইতে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সরকারী নীতিমালা অনুযায়ী উপবৃত্তির আওতায় রয়েছে। বিদ্যালয়ের EIINনং- ১৩৪৪১৪
২০০৮ইং সালের ১৯শে ডিসেম্বর মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বরইতলী গ্রামের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ, ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তরের উপ-সচিব জনাব কোংখাম নীলমনি সিংহের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একমত পোষন করেন অত্র অঞ্চলের ৭/৮টি গ্রামে কোন নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয় নেই। এখানকার শিক্ষার্থীরা প্রায় ৪/৫ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। এতসব দূর্গতি ও অকালে ঝরে পড়া শিক্ষার্থী রোধ করার জন্য এলাকাবাসী সংবর্ধিত অতিথিকে নিয়ে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে এক জরুরী সভা আহবান করেন। উক্ত সভায় বরইতলী গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল ফাত্তাহ (জুয়েল) বিদ্রালয়ের জন্য ভুমি দান করবেন বলে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে বরইতলী গ্রামে হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত বিদ্যালয়ের ০৪ কিলোমিটার উত্তরে শিলুয়া উচ্চ বিদ্যালয়, ০৫ কিলোমিটার দক্ষিণে সাগরনাল উচ্চ বিদ্যালয়, ১২ কিলোমিটার পশ্চিমে দিলদারপুর উচ্চ বিদ্যালয় এবং ০২ কিলোমিটার পূর্বদিকে ভারত সীমান্ত অবস্থিত। বিদ্যালয়টি বর্তমানে ৫০ শতক জমির উপর প্রতিষ্ঠিত।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ট | ২০ | ৪৫ | ৬৫ |
সপ্তম | ২০ | ৩৯ | ৫৯ |
অষ্টম | ১৯ | ২১ | ৪০ |
মোট | ৫৯ | ১০৫ | ১৬৪ |
০৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি রয়েছে। নতুন নির্বাহী কমিটি গঠণের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিগত ৫ (পাঁচ) বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
সাল | জেএসসি | এসএসসি | মন্তব্য | ||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
২০০৮ | - | - | - | - | - | - |
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। |
২০০৯ | - | - | - | - | - | - | |
২০১০ | ০৯ | ০৯ | ১০০% | - | - | - | |
২০১১ | ৫৪ | ৫২ | ৯৬.২৫% | - | - | - | |
২০১২ | ৬১ | ৬১ | ১০০% | - | - | - |
বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এবং এমপিও ভূক্ত করা।
জুড়ী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ দিকে ফুলতলা-শিলুয়া রোডের পার্শ্বে
বরইতলী নামক গ্রামে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস