মোকামবাড়ী সরকারী প্রথমিক বিদ্যালয়টি মৌলভীবাজার জেলাধীন জুড়ী উপজেলার ৬নং সাগরনাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোসেনা বাদ গ্রামে অবস্থিত।
বিদ্যালয়টির ভূমিদাতা স্বরগীয় তমচা সিংহ। মোট জমির পরিমান ৯৮শতক, বিদ্যালয়টিতে বর্তমানে ২টি আধাপাকা ও ১টি পাকা ভবন আছে।
অত্র বিদ্যালয়টি তৎকালীন বৃটিষ শাষিত ভারতের দক্ষিন শ্রী হদ্র মহাকুমার সাগরনাল ইউনিয়নের ৩৬নং মোকামবাড়ী প্রাঃ বিদ্যালয় নামে প্রতিষ্টা পায়।
১ম শ্রেণীঃ--------------৩৭ জন।
২য় শ্রেণীঃ---------------৪১ জন।
৩য় শ্রেণীঃ-------------৬২ জন।
৪র্থ শ্রেণীঃ--------------৪৯ জন।
৫ম শ্রেণীঃ--------------২৫ জন।
মোটঃ ২১৪ জন।
সভাপতিঃ গোপেশ্বর সিংহ।
সদস্যঃ আব্দুল লতিফ।
সদস্যঃ কয়ছর আহমেদ।
সদস্যঃ শেফালী বেগম।
সদস্যঃ সীমা দেবী।
সদস্যঃ একাশীনি দেবী।
সদস্যঃ লাকী রানি নাথ
সদস্যঃ মনীন্দ্র কুমার সিংহ
সদস্যঃ মুহিবুর রহমান।
সদস্যঃ শরফ উদ্দিন।
সদস্যঃ পঞ্চবতী দেবী।
সদস্য সচিবঃ মোঃ জাহাঙ্গীর আলম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস