প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ-
প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ০৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের পূর্ব-দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী ৪নং ওয়ার্ডের কচুরগুল গ্রামে ১৪০ শতাংশ অখন্ড এবং নিজস্ব জমির উপর চা বাগান বেষ্ঠিত পাহাড়ি অঞ্চলে একটি মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির মূলগৃহ লস্বাকৃতি আধাপাকা বিল্ডিং। এর মধ্যে শ্রেণিকক্ষ ০৫টি, অফিস কক্ষ ০১টি, ছাত্রী মিলনায়তন ০১টি, পাঠাগার ০১টি এবং মেয়েদের নামাজের জন্য ০১টি আধাপাকা বিল্ডিং ও ০১টি খেলার মাঠ আছে। প্রতিষ্ঠানটির বোর্ড কোড ২৪৩০, এমপিও কোড ১৩০১১৩১২০১, EIINনম্বর ১২৯৬৫২।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ-
এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পূর্বে এখানকার শিক্ষার্থীরা প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে- শিলুয়া উচ্চ বিদ্যালয় ও ১৫ কিলোমিটার উত্তরে- জুড়ী উচ্চ বিদ্যালয়ে লেখা পড়ার জন্য পায়ে হেঁটে যাতায়াত করত । ১৯৭১ সালের তৎকালীন মুক্তিযোদ্ধারা কচুরগুল উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য একটি কাচা ঘর নির্মান করেন । কিছু দিন বিদ্যালয় পরিচালনার পর ভূমি সংক্রান্ত ও বিদ্যালয়ের নামকরণ নিয়ে জটিলতা সৃষ্টি হয় । যার কারনে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায় । পূনরায় বিদ্যালয়টি চালুর লক্ষে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার জনসাধারণের সহযোগিতায় বিদ্যালয়টি পুনরায় চালুর জন্য সিদ্ধান্ত নেয়া হয় । কাতার প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগিতায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও দাতাগনের আর্থিক সহযোগিতায় এলাকার জনসাধারনের সার্বিক প্রচেষ্ঠায় ০১/০১/১৯৯৭ইং তারিখে প্রতিষ্ঠানটি পুনরায় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক, নিম্ন মাধ্যমিক হিসাবে প্রাথমিক অনুমতিঃ ০১/০১/২০০২ খ্রিঃ, স্বীকৃতি ০১/০১/২০০৫ খ্রিঃ, নবম শ্রেণি খোলার প্রাথমিক অনুমতিঃ ০১/০১/২০০৬ খিঃ, দশম শ্রেণি খোলার প্রাথমিক অনুমতিঃ ০১/০১/২০০৭খ্রিঃ ও একাডেমীক স্বীকৃতি ০১/০১/২০০৯খ্রিঃ লাভ করে এবং বিদ্যালয়টি ৩১/০৫/২০১০খ্রিঃ এমপিও ভূক্তি হয়। বিদ্যালয়ের জমির পরিমাণ ১.৪০ একর। এর মধ্যে ৬৮.৫০ শতাংশ জমির ভূমিদাতা প্রতিষ্ঠাতা মন্ডলীর সদস্য জনাব মোঃ বশারত আলী দান করেন। বাকি ৭১.৫০ শতাংশ ভূমি বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কচুরগুল জামে মসজিদ কমিটি হইতে ক্রয় করা হয় । ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অদ্যবধি ধারাবাহিক ভাবে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে। ২০১১ সনের জেএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে। বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে অদ্যবধি এমপিও ভূক্ত হয়নি । বর্তমানে সরকারী অর্থায়নে নতুন ভবন নির্মানাধীন আছে।
ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণি ভিত্তিকঃ
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ট | ৫৭ | ৭৯ | ১৩৬ |
সপ্তম | ৩৬ | ৪৭ | ৮৩ |
অষ্টম | ২৫ | ৪৩ | ৬৮ |
নবম | ২৮ | ৪৫ | ৭৩ |
দশম | ১৫ | ১৫ | ৩০ |
মোট | ১৬১ | ২২৯ | সর্বমোট ৩৯০ |
বিগত ৫ (পাঁচ) বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
সাল | জেএসসি | এসএসসি | মন্তব্য | ||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
|
|
|
|
|
|
|
|
২০০৯ | - | - | - | ১৮ | ১৪ | ৭৭.৭৭% |
|
২০১০ | ৩৬ | ৩২ | ৮৮.৮৮% | ৩২ | ২৪ | ৭৫% |
|
২০১১ | ৩৮ | ৩৮ | ১০০% | ৩৮ | ৩৫ | ৯২.১০% |
|
২০১২ | ৭৫ | ৭৫ | ১০০% | ৩৬ | ৩০ | ৮৩.৩৩% |
|
২০১৩ |
|
|
| ৩৮ | ৩৫ | ৯২.১০ % |
|
জুড়ী উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কচুরগুল গ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস