এবিদ্যালয়টি পশ্চিম জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালনীগড় গ্রামে অবস্থিত। ইহার পূর্বপার্শে মধ্যমনি পাকারাস্তা অবস্থিত । ইহার পশ্চিম পার্শে দেশের বৃহত্তম হাকালুকি হাওড় অবস্তিত। দক্ষিণ পার্শে একটি বড় নালা এবং উত্তর পার্শে কালনীগড় গ্রামের কিয়দংশ। পাকা রাস্তা হইতে বিদ্যালয়ের সংযোগ রাস্তা আছে। তবে রাস্তাটি মেরামত আবশ্যক। এলাকার জনগণের আর্থিক অবস্থা মোটামোটি। বিদ্যালয় এলাকায় বাড়ীর সংখ্যা ১৯৫টি। পরিবারের সংখ্যা ২৮০টি। বিদ্যালয়ে ভর্তির সংখ্যা ১০০%। ঝরে পড়া নাই। বিদ্যালয়ে গমন উপযোগী শিশুর সংখ্যা ২০২জন। প্রাথমিক শিক্ষা সমাপনের হার ১০০%। বিদ্যালয়ে খেলার মাঠ নাই। মাটি ভরাট করলে খেলার মাঠ তৈরি করা সম্ভব।
কালনীগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৮৯৫ সনে প্রতিষ্ঠিত হয়। দাতা মৃতঃ প্রাণকৃষ্ঞ দাস, মৃতঃ শ্যামাচরন দাশ, মৃতঃ প্রহল্লাদ দাশ, মৃতঃ শশী মোহন দাশ ও নিরোদ বিহারী দাস এর ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে সরকারী অনুমোদন পায়। পানীয় জলের সুব্যবস্থা আছে। বিদ্যালয়ে সীমানা প্রাচীর নাই। ০৩ পদ বিশিষ্ট বিদ্যালয়। ২ জন শিক্ষক কর্মরত। ২ জনই প্রশিক্ষণ প্রাপ্ত।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ম | ২৮ | ২২ | ৫০ |
২য় | ২০ | ২৫ | ৪৫ |
৩য় | ২০ | ২৭ | ৪৭ |
৪র্থ | ১৮ | ২৪ | ৪২ |
৫ম | ০৯ | ০৮ | ১৭ |
মোট | ৯৫ | ১০৬ | ২০১ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাব নিরোদ বিহারী দাশ | সভাপতি |
২ | জনাব বাবুলাল দাশ | সহসভাপতি |
৩ | জনাব নজরুল ইসলাম খন্দকার | সচিব |
৪ | জনাব মদন মোহন দাশ | সদস্য |
৫ | জনাব প্রণয় রঞ্জন দাশ | সদস্য |
৬ | জনাব বাবুলাল দাশ | সদস্য |
৭ | সুদর্শন দাশ | সদস্য |
৮ | মনষা রানী দাশ | সদস্য |
৯ | সন্ধা রানী দাশ | সদস্য |
১০ | সরস্বতী রানী দাশ | সদস্য |
১১ | নাজমা বেগম | সদস্য |
১২ | চিত্ত রঞ্জন দাশ | সদস্য |
সাল | অংশগ্রহণকারী | পাশ | পাশের হার |
২০০৭ | ১৪ | ১৪ | ১০০% |
২০০৮ | ১৮ | ১৮ | ১০০% |
২০০৯ | ১৬ | ১৬ | ১০০% |
২০১০ | ২০ | ২০ | ১০০% |
২০১১ | ১৫ | ১৫ | ১০০% |
ছাত্রছত্রী উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ , ভর্তির হার বৃদ্ধি।
মডেল স্কুলে রুপান্তর।
জুড়ী উপজেলার বাছিরপুর দাশেরবাজার রাস্তায় কালনীগড় গ্রামে অবস্তিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস