নয়াগ্রাম ও শিমুলতলা গ্রামের ১) মৃত মোঃ আবুল হাসেম মেম্বার ২) মৃত আকবর আলী ভূঁইয়া ৩) মৃত মোঃ আবু তালেব (তারা মিয়া), ৪। মৃত আব্দুল হামিদ, এর দানকৃত ২.০০ একর জমির উপর ১৯৭১ইং সালে এ ধর্মীয় প্রতিষ্ঠানটি চালু করা হয়। মৌলভীবাজার-বড়লেখা মহাসড়কের পশ্চিম পার্শ্বে নয়াগ্রাম- শিমুলতলা গ্রামে মাদ্রাসাটি অবস্থিত। যার পশ্চিমে হাকালুকি হাওর, পূর্ব পাশ্বে জুড়ী নদী।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত মাদরাসা কোড নং ১৮৮২৬, EIINনং- ১২৯৬৭২, এমপিও কোড নং- ১৩০৩১৫২১০২।
হাকালুকি হাওরের পূর্ব পার্শেব জুড়ী নদীর তীরে জুড়ী উপজেলা প্রশাসনের সন্নিকটে ৭০০ মিটার দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানটির পাশে বসবাসকারী ৯০% জনগোষ্ঠী মৎস্যজীবি বিধায় এলাকায় শিক্ষার হার খবই নগন্য। অত্র এলাকার কাচাকাচি উচ্চ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান না থাকায় মেহনতি মানুষের সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানটি ব্যাপক ভূমিকা গ্রহণ করেছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার স্বমন্বয় গঠিয়ে হতদরিদ্র জনগনের সন্তানদেরকে শিক্ষা দান ব্যাপক ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসাটি বিগত ০১/০১/১৯৮৬ইং তারিখ হতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের একাডেমীক স্বীকৃতি লাভ করে। এবং পাবলিক পরীক্ষায় সন্তোষ জনক ফলাফল অর্জন করে আসছে।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট | মন্তব্য | |
ইবতেদায়ী | ১ম | ২৬ | ৩৫ | ৬১ |
|
২য় | ২৪ | ২৮ | ৫২ |
| |
৩য় | ২১ | ৩২ | ৫৩ |
| |
৪র্থ | ২৩ | ২৮ | ৫১ |
| |
৫ম | ১৪ | ২৫ | ৩৯ |
| |
মোট | ১০৮ | ১৪৮ | ২৫৬ |
| |
দাখিল | ৬ষ্ঠ | ২০ | ৪৪ | ৬৪ |
|
৭ম | ১৭ | ৩৬ | ৫৩ |
| |
৮ম | ১৯ | ৩২ | ৫১ |
| |
৯ম | ১০ | ২৪ | ৩৪ |
| |
১০ম | ০৬ | ২২ | ২৮ |
| |
মোট | ৭২ | ১৬০ | ২৩২ |
|
ক্রঃনং | নাম | পদবী |
০১ | উপজেলা নির্বাহী অফিসার | সভাপতি |
০২ | মোঃ হাবিবুর রহমান | সহ- সভাপতি |
০৩ | মোঃ আব্দুর রব | সদস্য |
০৪ | মোঃ আব্দুল লতিফ | সদস্য |
০৫ | মোঃ জাকির হোসেন | সদস্য |
০৬ | মোঃ জমির আলী | সদস্য |
০৭ | মোঃ সুন্দর আলী | সদস্য |
০৮ | মোঃ নজরুল ইসলাম | সদস্য |
০৯ | মোঃ মোজাফর হোসেন | সদস্য |
১০ | মোঃ ছিদ্দিকুর রহমান | সদস্য |
১১ | মোঃ জিয়াউল হক (সুপার) | সম্পাদক |
সাল | ৫ম | জেডিসি | দাখিল | মমত্মব্য | ||||||
পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | ||
২০০৯ | ৪২ | ৪০ | ৯৫.২৩% |
|
|
| ১০ | ১০ | ১০০% |
|
২০১০ | ৩৯ | ২৮ | ৭১.৭৯% | ৩৯ | ২৮ | ৭১.৭৯% | ২০ | ১৫ | ৭৫% |
|
২০১১ | ৪২ | ৩৭ | ৮৮.০৯% | ৪৭ | ৪৪ | ৯৩.৬১% | ২১ | ২০ | ৯৫.২৩% |
|
২০১২ | ৩৬ | ৩৬ | ১০০% | ৩৮ | ৩৬ | ৯৪.৭৩% | ১৯ | ১৭ | ৮৯.৪৭% |
|
২০১৩ | - | - | - | - | - | - | ২৬ | ২৬ | ১০০% |
|
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক জেডিসি পরীক্ষায় উর্ত্তীন ছাত্র-ছাত্রীদের মেধাবিচারে উপজেলা ভিত্তিক ৬টি বৃত্তি প্রদান করে থাকে ৩ টি ট্যলেন্টফুল ও ৩ টি সাধারন বৃত্তি প্রদান করে থাকেন। অত্র মাদ্রাসায় ২০১০ সালে ১ টি ট্যালেন্টপুল ও ১টি সাধারন এবং ২০১১ সালে ১ টি সাধারন ও ২০১২ সালে ১ টি সাধারন বৃত্তি প্রাপ্ত হয়। স্থানীয় উপজেলায় প্রতিষ্ঠানটি জেডিসি এবং দাখিল পরীক্ষায় যথাক্রমে প্রায়ই ১ম ও ২য় স্থান অধিকার করে আসছে।
অত্র মাদ্রাসাটির শিক্ষার মান উন্নয়ন সহ কর্মমুখি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অত্র মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার শাখা খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনিক ভবন থেকে ৭০০ মিটার উত্তরে জুড়ী নদীর পশ্চিম তীরে জাঙ্গীরাই নয়াগ্রাম সড়কের পার্শ্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস