বাহাদুরপুর চেরাগ আলী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি ৫নং জায়ফরনগর ইউনিয়নের ২নং ওয়াডে বাহাদুরপুর গ্রামে অবস্থিত। ইহার কুল গেষে বয়ে চলেছে ছোট ছড়া । যার নাম টাইয়া ছড়া। যাহার উৎপত্তি এ গ্রামের পূর্ প্রান্তে অত্র অঞ্চলের বোর চাষের পানীর উৎস এই ছড়া এমন কি রবি ফসলের পানির যোগান এতেয়ই হয়। বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে প্রদান রাস্তা অবস্থিত। উক্ত রাস্তা ভূয়াই বাহাদুরপুর রাস্তা নামে অবেহিত। এ রাস্তা বিদ্যালয়ের মাঠকে দ্বিখন্ডিত করে রেখেছে। বিদ্যালয়ের পাশে রয়েছে পল্লী বিদ্যুতের প্রদান লাইন। এখান থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ সুবিধা ভোগ করে।গ্রামটি প্রায় ৩ কিঃ মিঃ দৈঘ্য এবং ১ কিঃ মিঃ প্রস্থ। বিদ্যালয়ের অবস্থান গ্রামের ঠিক মধ্য খানে। গ্রামে হিন্দু্ জন সাধারনের উপাসনার জন্য রয়েছে সুপ্রাচীন ৩টি মন্দির ও মুসলমান জনসাধারন উপসনার জন্য ৩টি মসজিদ রয়েছে।
হিন্দুদের জন্য রয়েছে ২টি শশান ভূমি।মুসলমানদের জন্য রয়েছে ২টি কবরস্থান। গ্রামে ইসলামী শিক্ষার জন্য রয়েছে একটি আলিয়া মাদরাসা। এলাকার জনগনের আথিক অবস্থা মোটামুটি।এগ্রামের বশত বাড়ীর সংখ্যা গ্রায় ৯০০ এর বেশি এবং
পরিবারের সংখ্যা প্রায় ১২০০ টি। ভতির হাস ১০০ । ঝরে পড়ার হার ০ । প্রাথমিক শিক্ষার সমাপনীর পরীক্ষার ফলাফল
বিগত ৫ বছরে সব নিন্ম -৯৫ সবোচ্চ ১০০
বহাদুরপুর চেরাগ আলী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ১৯৭৫ ইং সনে প্রতিষ্ঠিত হলেও পূন প্রথিষ্ঠা লাভ করে১৯৮৮ইং সনে।দাতা উক্ত গ্রামের দেত্তকী কৈরী ও রেত্তকী কৈরী প্রথম বিদ্যালয়ের জমি দান করেন। যাহার পরিমান ২৬ শতক। সরকারী বিধি মোতাবেক জমির পরিমান কম হওয়াতে ১৯৮৯ইং সনে মৃত মোঃ চেরাগ আলী সাহেব বিদ্যালয়ের
নামে আরও ৭৪শতক জমি দান করেন।উনার এত্যাগের ও প্রচেষ্ঠার কারনে এলাকাবাসী বিদ্যালয়টির নাম করেন বাহাদুরপুর চেরাগ আলী প্রাথমিক বিদ্যালয়। ১৯৯০ ইং সনে বিদ্যালয়টি রেজিঃ লাভ করে এবং ১৯৯১ ইং সনের ১লা জুলাই এম.পি.ও ভূক্ত হয়। ১৯৯৪-১৯৯৫ অথ বছরে একটি পাকা ভবন নিমান করা হয়।পরবতীতে ২০১০-১১ অথ বছরে আরো একটি ভবন নিমান করা হয়। ২০১১-১২ অথ অথবছরে উদমূখী ভবন সম্প্রসারনের কাজ ছলছে। বিদ্যালয়টি ৪পদ বিশিষ্ঠ এবং ৪জন শিক্ষকই বতমানে কমরত ও প্রশিক্ষন প্রাপ্ত।
শেনী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ম-- | ২১ | ২৪ | ৪৫ |
|
২য়-- | ৩৫ | ২১ | ৬৫ | শিশু |
৩য়-- | ২৪ | ৩১ | ৫৫ | শ্রেনীতে |
৪র্থ-- | ১৩ | ১৫
| ২৮ | ১৬জন |
৫ম-- | ১২ | ০৯ | ২১ | ভতিকৃত |
বর্তমান পরিচালনায় কমিটি সদস্য সংখ্যা ১২ জন এবং সাবাই সক্রিয়।
বিগত ৫ বছরে সমাপনি ওপাবলিক পরীক্ষায় ফলাফল সর্ব নিন্ম ৯৫% সবোচ্চ ১০০% বৃত্তী সহ ।
শিক্ষা বৃত্তি তথ্য সমূহ ৪৫ % শিক্ষাথী উপবৃত্তির অন্তভূক্ত এবং একজন প্রতিবন্ধি ছাত্রী উপবৃত্তির সুবিধা প্রাপ্ত।
বিভাগীয় মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক অগ্রগতি কাযক্রম পরিচালনায় সক্রিয় ।
পায়ে অথবা সাইকেলে ও নৌকা পথে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস