Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাহাদুরপুর চেরাগ আলী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বাহাদুরপুর চেরাগ আলী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি ৫নং জায়ফরনগর ইউনিয়নের ২নং ওয়াডে বাহাদুরপুর গ্রামে অবস্থিত। ইহার কুল গেষে বয়ে চলেছে ছোট ছড়া । যার নাম টাইয়া ছড়া। যাহার উৎপত্তি এ গ্রামের পূর্ প্রান্তে অত্র অঞ্চলের বোর চাষের পানীর উৎস এই ছড়া এমন কি রবি ফসলের পানির যোগান এতেয়ই হয়। বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে প্রদান রাস্তা অবস্থিত। উক্ত রাস্তা ভূয়াই বাহাদুরপুর রাস্তা নামে অবেহিত। এ রাস্তা বিদ্যালয়ের মাঠকে দ্বিখন্ডিত করে রেখেছে। বিদ্যালয়ের পাশে রয়েছে পল্লী বিদ্যুতের প্রদান লাইন। এখান থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ সুবিধা ভোগ করে।গ্রামটি প্রায় ৩ কিঃ মিঃ দৈঘ্য এবং ১ কিঃ মিঃ প্রস্থ। বিদ্যালয়ের অবস্থান গ্রামের ঠিক মধ্য খানে। গ্রামে হিন্দু্ জন সাধারনের উপাসনার জন্য রয়েছে সুপ্রাচীন ৩টি মন্দির ও মুসলমান জনসাধারন উপসনার জন্য ৩টি মসজিদ রয়েছে।

হিন্দুদের জন্য রয়েছে ২টি শশান ভূমি।মুসলমানদের জন্য রয়েছে ২টি কবরস্থান। গ্রামে ইসলামী শিক্ষার জন্য রয়েছে একটি আলিয়া মাদরাসা। এলাকার জনগনের আথিক অবস্থা মোটামুটি।এগ্রামের বশত বাড়ীর সংখ্যা গ্রায় ৯০০ এর বেশি এবং

পরিবারের সংখ্যা প্রায় ১২০০ টি। ভতির হাস ১০০ । ঝরে পড়ার হার ০ । প্রাথমিক শিক্ষার সমাপনীর পরীক্ষার ফলাফল

বিগত ৫ বছরে সব নিন্ম -৯৫ সবোচ্চ ১০০