প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ০৭নং ফুলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলতলা চা বাগানের শেষ প্রান্তে এবং রাজকী চা বাগানের প্রারম্বে রাঘনা বিট সংলগ্ন সদর সড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে .৭৫ শতাংশ অখন্ড
নিজস্ব জমির উপর অবস্থিত।বিদ্যালয়টিতে ১০০ফুট দৈর্ঘ্য এবং ২৬ফুট প্রস্থ একটি আধা পাকা ভবন রয়েছে।এর মধ্যে ৫টি শ্রেনি কক্ষ,১টি অফিস কক্ষ আছে।১টি টিউওেয়ের, টয়লেট ,খেলার মাঠ আছে।
জুড়ী উপজেলার সম্মনিত চেয়ারম্যান জনাব আলহাজ এম এ মুমিত সাহেবে ঐকান্তিক প্রচেষ্ঠায় এবং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান জনাব ফয়াজের আলীর সার্বিক সহযোগীতায় এবং রহিমপুর নিবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তি জনাব আকবর আলীর ব্যক্তিগত নিজস্ব .৭৫শতাংশ ভুমি দান করায় এবং এলাকার গুনীজন বিশেষ করে রাজকী চা বাগান কর্তৃপক্ষের আন্তরিক সহযোগীতায় সুবিধাবন্তি দরিদ্র চা শ্রমিকদের প্রয়োজনের তাগিতে ২০১০খ্রী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
৬ষ্ঠ শ্রেণি-মোট-১০২জন
৭ম শ্রেণি -মোট-৬৯জন
৮ম শ্রেনি-মোট-৪৮জন
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-২১৯জন
জনাব মো:ফয়াজ আলী(সভাপতি),জনাব,আকবর আলী (সদস্য),মো:মখদ্দছ আলী(সদস্য),জগরবতী তেলী,(সদস্য),আ:গফর(সদস্য)।
তথ্য প্রক্রিয়াধীন
তখ্য প্রক্রিয়াধীন
পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল
আগামীতে সকল পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়,জুড়ী,মৌলভীবাজার।
রাজ কিশোর গড়,অষ্টমী চৌহান,সারিকা চৌহান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস