বিদ্যালয়টির পাকা ও অর্ধ পাকা মিলিয়ে ৪টি ভবন রয়েছে।
মৌজা : ধামাই টি এস্টেট, জে, এল, নং- ১৩৯
খতিয়ান দাগ শ্রেনী এরিয়া
৪১/১ ৫৩৪১ টিলা ০.৩১ একর
৫৩৪২ ঐ ০.৩৪ একর
মোট = ০.৬৫ একর
জুড়ী উপজেলাধীন ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের অধীন মণিপুরী অধ্যুষিত ছোট ধামাই গ্রামের মধ্যভাগে জুড়ী-সোনারূপা পাকা সড়কের পাশে ইউপি অফিস সংলগ্ন ছোট ধামাই উচ্চ বিদ্যালয়টি এতদঞ্চলের একটি প্রাচীন বিদ্যালয় হিসেবে সর্বজন স্বীকৃত। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রয়াসে বিদ্যালয়টি ১৯৬৪ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ছোট ধামাই নিবাসী স্বর্গীয় শ্রী পিছেক সিংহ এর বাড়িতে মাত্র দু’একজন শিক্ষার্থীকে নিয়ে এর যাত্রা শুরু হয়। এব্যাপারে তৎকালিন স্বরপঞ্চয় শ্রী কৈরেন সিংহ, বিশিষ্ট সমাজ সেবী ও শিক্ষানুরাগী স্বর্গীয় বাবু থামচা সিংহ, বীরচন্দ্র সিংহ পন্ডিত, ধনবাবু সিংহ, পিছেক সিংহ প্রমুখের ঐকান্তিক প্রয়াসে বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করে। উল্লেখ করা আবশ্যক যে, ধামাই ও সোনারূপা দু’টি প্রথম শ্রেণির চা বাগানের মধ্যখানে তৎকালিন সময়ে আশেপাশে আর কোন বিদ্যালয় ছিল না। তাই বিদ্যালয়ে প্রতিষ্ঠার বিষয়ে তৎকালিন চা বাগানদ্বয়ে কর্মরত কর্মচারী ও শ্রমিকেরাও নানানভাবে বিদ্যালয়ের জন্য সাহায্য সহযোগিতা করে। বিধায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়টির কার্যক্রম চালু হতে আর খুব বেশি বেগ পেতে হয়নি এবং পরবর্ত্তীতে ১৯৮১ খ্রিস্টাব্দে এসে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্নে যারা স্বেচ্ছাক্রমে কিংবা নামমাত্র ভাতা নিয়ে বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তারা হলেন, সর্বজনাব মিয়াধন আলী, মুক্তাছানা সিংহ, মালিক মিয়া, মতিন মিয়া ও আব্দুল লতিফ সাহেবের নাম সবিশেষ উল্লেখযোগ্য। পরবর্ত্তীতে বিদ্যালয়ের জন্য জনাব আমুজাও সিংহ কর্তৃক ইউপি অফিস সংলগ্ন ৬৫ শতক ভূমি বিদ্যালয়ের নামে দান করা হলে সেখানে বাঁশ ও শনের ছাউনি দেয়া কাঁচা ঘর তোলে বিদ্যালয়ের ক্লাস যাথারীতি আরম্ভ করা হয়। বিজ্ঞান ও মানবিক শাখা নিয়ে বর্তমানে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে। জুড়ী উপজেলাধীন ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের অধীন মণিপুরী অধ্যুষিত ছোট ধামাই গ্রামের মধ্যভাগে জুড়ী-সোনারূপা পাকা সড়কের পাশে ইউপি অফিস সংলগ্ন ছোট ধামাই উচ্চ বিদ্যালয়টি এতদঞ্চলের একটি প্রাচীন বিদ্যালয় হিসেবে সর্বজন স্বীকৃত। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রয়াসে বিদ্যালয়টি ১৯৬৪ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ছোট ধামাই নিবাসী স্বর্গীয় শ্রী পিছেক সিংহ এর বাড়িতে মাত্র দু’একজন শিক্ষার্থীকে নিয়ে এর যাত্রা শুরু হয়। এব্যাপারে তৎকালিন স্বরপঞ্চয় শ্রী কৈরেন সিংহ, বিশিষ্ট সমাজ সেবী ও শিক্ষানুরাগী স্বর্গীয় বাবু থামচা সিংহ, বীরচন্দ্র সিংহ পন্ডিত, ধনবাবু সিংহ, পিছেক সিংহ প্রমুখের ঐকান্তিক প্রয়াসে বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করে। উল্লেখ করা আবশ্যক যে, ধামাই ও সোনারূপা দু’টি প্রথম শ্রেণির চা বাগানের মধ্যখানে তৎকালিন সময়ে আশেপাশে আর কোন বিদ্যালয় ছিল না। তাই বিদ্যালয়ে প্রতিষ্ঠার বিষয়ে তৎকালিন চা বাগানদ্বয়ে কর্মরত কর্মচারী ও শ্রমিকেরাও নানানভাবে বিদ্যালয়ের জন্য সাহায্য সহযোগিতা করে। বিধায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়টির কার্যক্রম চালু হতে আর খুব বেশি বেগ পেতে হয়নি এবং পরবর্ত্তীতে ১৯৮১ খ্রিস্টাব্দে এসে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্নে যারা স্বেচ্ছাক্রমে কিংবা নামমাত্র ভাতা নিয়ে বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তারা হলেন, সর্বজনাব মিয়াধন আলী, মুক্তাছানা সিংহ, মালিক মিয়া, মতিন মিয়া ও আব্দুল লতিফ সাহেবের নাম সবিশেষ উল্লেখযোগ্য। পরবর্ত্তীতে বিদ্যালয়ের জন্য জনাব আমুজাও সিংহ কর্তৃক ইউপি অফিস সংলগ্ন ৬৫ শতক ভূমি বিদ্যালয়ের নামে দান করা হলে সেখানে বাঁশ ও শনের ছাউনি দেয়া কাঁচা ঘর তোলে বিদ্যালয়ের ক্লাস যাথারীতি আরম্ভ করা হয়। বিজ্ঞান ও মানবিক শাখা নিয়ে বর্তমানে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে।
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা ( শ্রেণিওয়ারী)
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
৬ষ্ঠ ৪২ ৪২ ৮৪
৭ম ৫৪ ৫৬ ১১০
৮ম ২৫ ৩৫ ৬০
৯ম ২৭ ৩৪ ৬১
১০ম ১৬ ৩৪ ৫০
সর্বমোট শিক্ষার্থীঃ ৩৬৫ জন
ছাত্রঃ ১৬৪ ,,
ছাত্রীঃ ২০১ ,,
ক্রঃনং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ ছালেহ উদ্দিন আহমদ | সভাপতি |
|
০২ | ’’ নীল সিংহ | দাতা |
|
০৩ | ’’ বীরচন্দ্র সিংহ পন্ডিত | শিক্ষানুরাগী |
|
০৪ | ’’ কুঞ্জেশ্বর সিংহ | প্রধান শিক্ষক |
|
০৫ | ’’ বীরচন্দ্র সিনহা | শিক্ষক প্রতিনিধি |
|
০৬ | ’’ প্রণত রঞ্জন দাস | ঐ |
|
০৭ | ’’ থামাঙ্গ সিংহ | অভিঃ সদস্য |
|
০৮ | ’’ থাম্বাল সিংহ | ঐ |
|
০৯ | ’’ সুরজিত সিংহ | ঐ |
|
১০ | ’’ সুষেন রুদ্র পাল | ঐ |
|
১১ | ’’ নীরলা দেবী | মহিলা সদস্য |
|
জেএসসি
সাল | মোট পরীক্ষার্থী | পাসের সংখ্যা | পাসের হার | মন্তব্য |
২০১০ | ৬৩ | ৩৬ | ৫৭.১৪% |
|
২০১১ | ৬২ | ৬১ | ৯৮.৩৮% |
|
২০১২ | ৬৪ | ৬১ | ৯৫% | ২ জন এ+ |
এসএসসি
সাল | মোট পরীক্ষার্থী | পাসের সংখ্যা | পাসের হার | মন্তব্য |
২০০৯ | ৩৬ | ২৭ | ৭৫% |
|
২০১০ | ২৯ | ২৭ | ৯৩.১০% |
|
২০১১ | ৩৯ | ৩৯ | ১০০% |
|
২০১২ | ২৪ | ২৪ | ১০০% |
|
২০১৩ | ৪৩ | ৪০ | ৯৩% |
|
২০১২ সালের জে, এস সি পরীক্ষায় ২জন টেলেন্টপুল ও ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
১। জে এস সি পরীক্ষায় গত তিন বছর যাবত এ+ সহ মোট তিন জন বৃত্তি পেয়েছে।
২। এস এস সি পরীক্ষায় গত পাঁচ বছর যাবত এ+ মোট দুই জন পেয়েছে।
১। ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।
২। প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া শিক্ষাথীদের জন্য বিশেষ পাঠ দানের ব্যবস্থা করা।
৩। শিক্ষক, অভিভাবক সমিতির কার্যক্রম জোরদার করে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করে তোলা।
৪। আধুনিক তথ্য ও প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে আর্কষণীয় পাঠ কার্যক্রমের দ্বারা শিক্ষার্থীদের পাঠে মনোযোগী ও সৃজনশীল চিন্তাভাবনায় উদ্ভুদ্ধ করে তোলা।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদে ছোট ধামাই গ্রামে অবস্থিত।
যোগাযোগ : সিলেট থেকে ট্রেন যোগে কুলাউড়া, কুলাউড়া থেকে বাস যোগে জুড়ী ও জুড়ী থেকে সিএনজি যোগে ছোট ধামাই স্কুল।
ক্রমিক নং শিক্ষার্থীর নাম শ্রেণী রোল নং
০১ নূরজাহান আক্তার ষষ্ঠ ০১
০২ পাঙাবাম মৈস্না চনু ষষ্ঠ ২১
০৪ প্লাবন রুদ্র পাল সপ্তম ০১
০৫ অনামিকা দাস অস্টম ০১
০৬ প্রসেনজিৎসিংহ নবম ০১
০৭ সনজিতা দেবী নবম ০২
০৮ মিনতী দেবী দশম ০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস