প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্ট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের ২০২০-২১ অর্থ বছরের জন্য শিক্ষা বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। দরখাস্ত আগামী ১৫ এপ্রিল, ২০২১ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। দরখাস্তের নির্ধারিত ফরম অত্রাফিস, ইউনিয়ন পরিষদ ও ওয়েব পোর্টালে পাওয়া যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় ব্যাংক এশিয়ার মাধ্যমে বিনামূল্যে আবেদনকারীর মাতা, মাতা না থাকলে পিতার নামে ব্যাংক হিসাব খোলে আবেদনের নির্ধারিত স্থানে হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
(
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS